বিজেপি রাজ্যগুলিতে কেন কঠোর আইনি ব্যবস্থা নয়? প্রশ্ন সুপ্রিম কোর্টের

কিন্তু বিজেপি বা তার শরিক দলের হাতে থাকা রাজ্যের বিরুদ্ধে আদৌ কোনও পদক্ষেপ করে না। হাজার ভুলত্রুটি থাকলেও মোদি সরকার নীরব দর্শক হয়ে থাকে

Must read

নয়াদিল্লি : অবিজেপি রাজ্যগুলি নিয়মিতই অভিযোগ করে, কেন্দ্রের মোদি সরকার তাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে। এবার বিরোধীদের সেই বক্তব্যই শোনা গেল সুপ্রিম কোর্টের বিচারপতিদের মুখে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানিতে বিচারপতি সঞ্জয় কিষাণ কাউল এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ কেন্দ্রীয় সরকারের আইনজীবীকে বলে, বিরোধী দলের হাতে থাকা রাজ্যগুলিতে মোদি সরকার বরাবরই কঠোর মনোভাব দেখিয়ে থাকে।

আরও পড়ুন-আবার দুর্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেস

কিন্তু বিজেপি বা তার শরিক দলের হাতে থাকা রাজ্যের বিরুদ্ধে আদৌ কোনও পদক্ষেপ করে না। হাজার ভুলত্রুটি থাকলেও মোদি সরকার নীরব দর্শক হয়ে থাকে। নাগাল্যান্ডে পুরনির্বাচনে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করতে রাজ্য সরকার ও রাজ্যের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু সেই নির্দেশ আদৌ বাস্তবায়িত হয়নি। যে কারণে আদালত অবমাননার অভিযোগ ওঠে। মঙ্গলবার আদালত অবমাননা মামলার শুনানি ছিল। বিচারপতি এস কে কাউল এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চ প্রশ্ন করে, নাগাল্যান্ড ও কেন্দ্রে একই দল ক্ষমতায় থাকা সত্ত্বেও কেন কেন্দ্রীয় সরকার সংরক্ষণ বাস্তবায়িত করার ক্ষেত্রে কিছু করছে না।

আরও পড়ুন-সময়ের ডাকে বিজেপি হঠাও অভিযানে মুখ্যমন্ত্রীর পাশেই বাংলার বুদ্ধিজীবীরা

বিচারপতি কাউল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজকে বলেন, সমাজের পিছিয়ে পড়া শ্রেণির মানুষের উন্নয়নের জন্য সংরক্ষণ ব্যবস্থা। মহিলাদের জন্য সে কারণেই সংরক্ষণ দেওয়া হয়। সংবিধানে বিধান থাকা সত্ত্বেও কীভাবে আপনারা বিষয়টিকে অস্বীকার করছেন? মহিলাদের শিক্ষা-দীক্ষা, আর্থিক প্রগতি, সামাজিক মর্যাদার ক্ষেত্রে অন্য রাজ্যগুলির তুলনায় অনেক এগিয়ে নাগাল্যান্ড। সেখানে মহিলাদের জন্য সংরক্ষণ করতে কোথায় সমস্যা হচ্ছে? আমরা আপনার দায়িত্ব এড়িয়ে যাওয়ার বিষয়টিকে কখনওই সমর্থন করতে পারি না। বাস্তবে দেখা যাচ্ছে, যেসব রাজ্যে বিরোধী দলের সরকার রয়েছে সেখানে সামান্য কোনও ভুলত্রুটি হলেই কেন্দ্রের মোদি সরকার যথেষ্ট কড়া আইনি পদক্ষেপ নিয়ে থাকে। কিন্তু বিজেপি বা তার সহযোগী কোনও দল যেখানে ক্ষমতায় রয়েছে সেখানে মোদি সরকার কোনও আইনি পদক্ষেপই করে না। ২৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি ।

Latest article