বারাণসীর (Varanasi) আইআইটি (IIT) -বিএইচইউ-(BHU) এর এক ছাত্রীকে বৃহস্পতিবার ভোররাতে ক্যাম্পাসে কয়েকজন বাইকআরোহীর দ্বারা শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনাটি ক্যাম্পাসে ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায় এবং এরপর কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভ শুরু করে। বৃহস্পতিবার ভোররাতে ওই ছাত্রী তার বন্ধুর সঙ্গে হোস্টেল থেকে বেরোনোর সময় ঘটনাটি ঘটে। ছাত্রীটি তার অভিযোগে জানিয়েছেন, তাকে তিনজন বাইকআরোহী থামিয়েছিল। এরপরেই তাকে শ্লীলতাহানি করেছিল বলে জানান তিনি ।
আরও পড়ুন-রাজ্যপালকে বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে মুখ্যমন্ত্রী
সেই ছাত্রী তার অভিযোগে জানিয়েছেন, অভিযুক্তরা তাকে তার বন্ধুর কাছ থেকে আলাদা করে এবং জোর করে একটি কোণে নিয়ে যায়। তারপরে তারা তার ভিডিও তৈরি করে এবং তার অনিচ্ছা সত্ত্বেও বেশ কিছু ছবি তোলে। অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা ১৫ মিনিট পর তাকে ছেড়ে দেয় এবং ভয় দেখিয়ে তার ফোন নম্বর নেয়। পুলিশের তরফে জানা গিয়েছে, ছাত্রীর অভিযোগের ভিত্তিতে, ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৫৪ এবং আইটি আইনের বিধানের অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। ঘটনার পরে, ছাত্ররা আইআইটি-বিএইচইউ ক্যাম্পাসের স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টারে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তারা মনে করছে ঘটনার সাথে বহিরাগতরা জড়িত তাই এই অবস্থায় বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানায় তারা।
আরও পড়ুন-কুড়মালি ভাষায় এমএ করতে পারবেন পড়ুয়ারা, খুশি মুখ্যমন্ত্রী
ডিসিপি আরএস গৌতম এই মর্মে জানান, যদিও অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে, কিন্তু তারমধ্যেই ছাত্ররা দাবি করছে যে তাদের আইআইটি ক্যাম্পাসের সীমানা আলাদা করা হোক। এর পাশাপাশি ছাত্ররা সিসিটিভি ক্যামেরা ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ সরবরাহ উন্নত করার বিষয়ে একটি স্মারকলিপিও দিয়েছে। তিনি বলেন, অভিযুক্তদের ধরতে একটি দল গঠন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ডিসিপি আরও বলেন, শ্লীলতাহানির শিকার ছাত্রীর কোনো ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।