সোফার মধ্যে কোবরা, আতঙ্কে পরিবার

সাপটিকে তার নতুন আস্তানা থেকে তাড়াতে অক্ষম পরিবার স্থানীয় হারপেটোলজিস্ট, গোবিন্দ শর্মার সাহায্য চেয়ে পাঠায়।

Must read

সোফার ভিতর সরীসৃপ। রাজস্থানের (Rajasthan) কোটায় একটি পরিবার সোফার বসে বিশ্রাম করছিলেন। হঠাৎ অপ্রত্যাশিত শব্দ তাদের নজর কাড়ে। একটু খোঁজ করতেই আবিষ্কার করেন এক বিষধর কোবরা যার দৈর্ঘ্য প্রায় ৫ মিটার। মুহূর্তের মধ্যে পরিবারের সকলে ভয়ে ছিটকে যায় এবং আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে যখন বাবুলাল মারান্ডি নামের এই ব্যক্তি সোফায় বিশ্রাম নিচ্ছিলেন এবং একপ্রকার হিস হিস শব্দে চমকে উঠলেন। একটু খুঁজতেই তিনি ভয়ঙ্কর কোবরাকে নিজের মুখোমুখি দেখতে পান। বিষাক্ত সরীসৃপটি দেখে উপস্থিত পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন-বারাণসীর আইআইটি-বিএইচইউর ছাত্রীকে শ্লীলতাহানি, ছাত্রদের বিক্ষোভ

সাপটিকে তার নতুন আস্তানা থেকে তাড়াতে অক্ষম পরিবার স্থানীয় হারপেটোলজিস্ট, গোবিন্দ শর্মার সাহায্য চেয়ে পাঠায়। কঠোর প্রচেষ্টার পর, শর্মা সফলভাবে কোবরাটিকে সোফা থেকে বের করে আনেন এবং এরপর এটিকে কাছের লাডপুরা জঙ্গলে ছেড়ে দেন। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে পরিবারের সদস্যরা।

Latest article