একমাত্র জীবিত বরুণ

Must read

প্রতিবেদন : তামিলনাড়ুতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন সিডিএস বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী সহ মোট ১৩ জন। যদিও নিতান্ত ভাগ্যক্রমে ওই কপ্টার থেকে রক্ষা পেয়েছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। বর্তমানে তামিলনাড়ুর ওয়েলিংটনে মিলিটারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। এদিন সন্ধ্যায় বায়ুসেনার এক বিবৃতিতে প্রকাশ্যে আনা হয়েছে এই তথ্য। অভিশপ্ত ওই কপ্টারের একমাত্র জীবিত সদস্য বরুণের সুস্থতা কামনা করছে গোটা দেশ। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং এ বছর স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির কাছ থেকে শৌর্য চক্র পেয়েছিলেন। ২০২০ সালের অক্টোবর মাসে তেজস যুদ্ধ বিমানকে রক্ষার জন্য তিনি এই বিশেষ পদক পান। তিনি তামিলনাডুর ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের ডাইরেক্টিং স্টাফ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেলিকপ্টারটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগার পর তাতে আগুন ধরে যায়। হেলিকপ্টার থেকে বেরোনোর চেষ্টা করছেন কয়েকজন। তাঁদের সর্বাঙ্গে পোড়া ক্ষত ছিল বলেও প্রত্যক্ষদর্শীদের দাবি।

Latest article