প্রতিবেদন : রবিবার আই লিগের তৃতীয় ডিভিশনে অভিযান শুরু করছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। বেঙ্গালুরুতে লিগের প্রথম পর্যায়ে গ্রুপের চারটি ম্যাচই খেলবে কিবু ভিকুনার দল। রবিবার ডায়মন্ড হারবারের প্রথম প্রতিপক্ষ দিল্লির ক্লাব ভাটিকা এফসি। স্থানীয় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সকাল ৯টা থেকে ম্যাচ। অ্যাস্ট্রোটার্ফের মাঠে খেলা। গত দু’দিন ধরে কৃত্রিম ঘাসের মাঠেই অনুশীলন করেছে কিবুর ছেলেরা। তবে মাঠ বা ম্যাচের সময় নিয়ে কোনও অসন্তোষ নেই ডায়মন্ড হারবারের। তাছাড়া বছরের এই সময়টায় মনোরম আবহাওয়া থাকে বাগিচা শহরে। তাই নতুন চ্যালেঞ্জের আগে ফুরফুরে মেজাজেই রয়েছেন জবি জাস্টিন, রাহুল পাসোয়ানরা।
আরও পড়ুন-তৃণমূলের ৬ ইস্যুতে উত্তাল সর্বদল বৈঠক
প্রথম ম্যাচের আগে চোট সমস্যাও রয়েছে ডায়মন্ড হারবারে। তীর্থঙ্কর সরকার, বিক্রমজিৎ সিং, সেনা রালতের চোট রয়েছে। তবে হাতে বিকল্প থাকায় চিন্তিত নন কোচ কিবু। কলকাতা লিগে গোল করার ক্ষেত্রে বেশ খামতি দেখা গিয়েছে। তাই বাংলার হয়ে সন্তোষ ট্রফি, জাতীয় গেমসে খেলা সফল স্ট্রাইকার নরহরি শ্রেষ্ঠা এবং দুই প্রধানের হয়ে প্রতিনিধিত্ব করা জবি জাস্টিনকে আই লিগের জন্য সই করিয়েছে ডায়মন্ড হারবার। আপফ্রন্টে রাহুল পাসোয়ান ও নরহরিকে রেখেই রণকৌশল সাজাচ্ছেন কিবু। জবিকে উইংয়ে ব্যবহার করবেন স্প্যানিশ কোচ। নতুন রিক্রুট আরিয়ানকেও খেলাতে পারেন কিবু। তবে প্রথম একাদশ ম্যাচের দিন সকালেই ঠিক করবেন ডায়মন্ড হারবার কোচ।
আরও পড়ুন-স্বচ্ছতা আনতে বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতরের ই-গভর্ন্যান্স শাখা
ডায়মন্ড হারবার ক্লাবের সচিব প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলেছেন, ‘‘কলকাতা লিগে ফরোয়ার্ড লাইনে রাহুল পাসোয়ান একা হয়ে পড়ছিলেন। ভাল মানের পজিটিভ স্ট্রাইকারের অভাববোধ করেছে দল। জবি, নরহরি, আরিয়ানরা আসায় দলের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে। আশা করি, আই লিগের তৃতীয় ডিভিশনে দল ভাল খেলবে এবং চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করবে।’’