স্বচ্ছতা আনতে বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতরের ই-গভর্ন্যান্স শাখা

সহানুভূতিজনিত কারণে চাকরি পাওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবার যাবতীয় প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

Must read

প্রতিবেদন : সহানুভূতিজনিত কারণে চাকরি পাওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবার যাবতীয় প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পদ্ধতিগত সরলীকরণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কর্মরত অবস্থায় মৃত বা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়া রাজ্য সরকারি কর্মচারীদের নিকটাত্মীয়দের সহানুভূতিজনিত কারণে চাকরি দেওয়ার সংস্থান রয়েছে।

আরও পড়ুন-তৃণমূলের ৬ ইস্যুতে উত্তাল সর্বদল বৈঠক

কিন্তু নানা সময়ে সেই চাকরি দেওয়ার ক্ষেত্রে নানা অভিযোগ ওঠে। এবার সেই সব চাকরি দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে পুরো প্রক্রিয়াটি অনলাইনে নিয়ে আসা হচ্ছে। এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ইতিমধ্যেই সবক’টি দফতরের সচিবকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন। গোটা প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, তা উল্লেখ করে রাজ্যের অর্থ দফতরের ই-গভর্ন্যান্স শাখা বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে অর্থ দফতরের আইএফএমএস পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে। চাকরির জন্য যিনি আবেদন করবেন, তাঁর মোবাইল নম্বর ও আধার নম্বর দিয়ে আবেদন করতে হবে। যাবতীয় তথ্য ও নথি সেখানেই আপলোড করতে হবে।

আরও পড়ুন-ইউজিসির গেরুয়াকরণ সেলফি হুলিয়ায় বিস্ময়

আবেদনের সঙ্গে ডিজিটাল সিগনেচার করে সেটি আপলোড করতে বলা হয়েছে। আবেদন করার পর চাকরি পাওয়ার বিষয়টি কোন পর্যায়ে আছে তাও পোর্টাল থেকেই জানতে পারবেন আবেদনকারী। যোগ্য প্রার্থীদের শূন্যপদের ভিত্তিতে জেলার অফিসে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা যাবে বলে জানানো হয়েছে। এই জন্য শুরুতেই কম্পিউটারের যোগ্যতা পরীক্ষায় সাফল্য পাওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকছে না। তবে প্রবেশনে থাকাকালীন সময়ে ওই প্রার্থীকে সংশ্লিষ্ট পরীক্ষায় পাশ করতেই হবে বলে উল্লেখ করা হয়েছে। পাশ না করতে পারলে তাঁর পদ স্থায়ী হবে না।

Latest article