বঙ্গ

বাংলার সবজি, ফুল, ফল মধ্যপ্রাচ্যে

সৌমালি বন্দ্যোপাধ্যায়: বাংলার সবজি, ফল ও ফুল এবার যাচ্ছে মধ্যপ্রাচ্যে। উলুবেড়িয়া চেম্বার অফ কমার্সের উদ্যোগে ওই এলাকায় উৎপাদিত বিভিন্ন সবজি, ফল ও ফুল পৌঁছে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। উলুবেড়িয়া, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর এলাকা থেকে বিভিন্ন সবজি যেমন পটল, শসা, ঝিঙে, ওল, টমাটো, বিনস, গাজর, পেঁপে। এছাড়াও বিভিন্ন ফুল ও ফল পৌঁছে যাচ্ছে দক্ষিণ পশ্চিম এশিয়ার সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, আরব আমিরশাহির মতো একাধিক দেশে। এর ফলে হাওড়া জেলার গ্রামীণ এলাকার চাষিরা

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই টেন্ডার, বেলুড়ে লজিস্টিক হাব

অর্থনৈতিক দিক দিয়ে অনেক সমৃদ্ধ হচ্ছেন। এই ব্যাপারে তাঁদের পুরোপুরি সহযোগিতা করছেন উলবেড়িয়া বণিকসভার সদস্যরা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে উলুবেড়িয়া বণিকসভার সদস্যরা কাশফুলের বালিশ, তোষক, লেপ প্রভৃতি তৈরি করে শিল্পমহলে নজর কেড়েছেন। সেইসঙ্গে উলুবেড়িয়ার যদুরবেড়িয়ায় শাটল কক তৈরির ক্লাস্টারও তৈরি করেছেন তাঁরা। এবার তাঁদের উদ্যোগে ওই এলাকার কৃষকদের উৎপাদিত সবজি, ফুল ও ফল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠাতে শুরু করেছেন তাঁরা। উলুবেড়িয়া চেম্বার অফ কমার্সের তরফে প্রবীর রায় জানান, ‘‘আমরা কৃষকদের উৎপাদিত সবজি ঝাড়াই-বাছাই করার পর প্রথমে প্রসেসিং করে নিচ্ছি। তারপর তা প্যাকেটজাত করার জন্য পাঠানো হচ্ছে বিভিন্ন প্যাকেজিং ইউনিটে। সেখানে বিভিন্ন ওজনের প্যাকেটজাত করার পর তা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে পাঠানোর জন্য সরাসরি বিমানবন্দরে পাঠানো হচ্ছে।’’

আরও পড়ুন-কৃষ্ণ কল্যাণীর ব্যবসায়িক ঠিকানায় ইডির নোটিশ, বিজেপির প্রতিহিংসা

মধ্যপ্রাচ্যের দেশগুলিতে বাংলার সবজির কদর খুব বেশি হওয়ায় দিন দিন এর চাহিদা বাড়ছে। এর জন্য উলুবেড়িয়াতে প্রশাসনের তরফে স্বয়ংসম্পূর্ণ প্যাকেজিং ইউনিট তৈরির চিন্তাভাবনা চলছে। সেখানে থাকবে একটি হিমঘরও। এখন বিভিন্ন প্যাকেজিং ইউনিটে পাঠিয়ে এই সমস্ত সবজি প্যাকেটজাত করা হয়। ওই ইউনিটের হিমঘরেই সবজি মজুত রাখা হয়। উলুবেড়িয়ায় প্যাকেজিং ইউনিট তৈরি হলে আরও দ্রুত ও বেশি সংখ্যক সবজি রফতানি করা যাবে বলে মনে করা হচ্ছে।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago