বাড়িতেই পৌঁছবে সবজির সম্ভার

এদিন এই বিষয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, এখান থেকে দুটো ভাল জিনিস হয়েছে। কৃষকরা এখন সরাসরি এখানে এসে তাদের সামগ্রী বিক্রি করতে পারবে।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : তাজা সবজি নিয়ে ভ্রাম্যমাণ দোকান পৌঁছে যাবে বাড়ি বাড়ি। রাজ্য সরকারের উদ্যোগে সোমবার শিলিগুড়িতে উদ্বোধন হল সুফল বাংলার হাব-সহ ২৫টি চলমান সবজি বিক্রয় কেন্দ্রের। শালবাড়ি কৃষক বাজারে সুফল বাংলা হাবের ভর্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি এদিন চলমান সবজি বিক্রয় কেন্দ্র হিসেবে কয়েকটি গাড়িরও উদ্বোধন করেন তিনি। শিলিগুড়িতে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও জেলাশাসক এস পুন্ন বালাম।

আরও পড়ুন-হিলি স্টেশনে উপেক্ষিত নেতাজি নির্লিপ্ত বিএসএফ

সুফল বাংলা হাবে কৃষকরা সরাসরি এসে এই সুফল বাংলা হাবে তাদের যাবতীয় সামগ্রী বিক্রি করতে পারবে সরকারকে। শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে মঙ্গলবার থেকেই চলমান সবজি বিক্রয় কেন্দ্র চালু হতে চলেছে। শহরের বিভিন্ন জায়গায় তাজা সবজি পৌঁছে দেবে চলমান বিক্রয় কেন্দ্রগুলি। এদিন এই বিষয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, এখান থেকে দুটো ভাল জিনিস হয়েছে। কৃষকরা এখন সরাসরি এখানে এসে তাদের সামগ্রী বিক্রি করতে পারবে। এছাড়াও এক শ্রেণির মানুষ আছে যারা বাজার করার সময় পান না। তাদের জন্য ভাল হল। ভ্রাম্যমাণ সবজি বিক্রয় কেন্দ্র পৌঁছে যাবে তাদের বাড়ির কাছে। এই ক্ষেত্রে কৃষকরা বেশি লাভবান হবে এবং সাধারণ মানুষের উপকার হবে। এদিন ৮টি সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হল তবে শহরে ২৫টি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র চলবে।

Latest article