পেরুর বিরুদ্ধে অপহরণের অভিযোগ ভেনেজুয়েলার

শুধু ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের ধুন্ধুমার কাণ্ডই নয়, বিশ্বকাপের বাছাইপর্বে পেরু-ভেনেজুয়েলা ম্যাচ শেষে অপহরণের অভিযোগ নিয়েও সরগরম ফুটবল দুনিয়া

Must read

লিমা, ২৩ নভেম্বর : শুধু ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের ধুন্ধুমার কাণ্ডই নয়, বিশ্বকাপের বাছাইপর্বে পেরু-ভেনেজুয়েলা ম্যাচ শেষে অপহরণের অভিযোগ নিয়েও সরগরম ফুটবল দুনিয়া। ভেনেজুয়েলার ফুটবলারদের মারধরের অভিযোগও উঠেছে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দুই দেশের ম্যাচ ছিল পেরুর রাজধানী লিমাতে। খেলা ১-১ ড্র হওয়ার পরেই ঝামেলার সূত্রপাত। এমনকী ম্যাচেও দু’দলের ফুটবলাররা বারবার গণ্ডগোলে জড়িয়েছেন।

আরও পড়ুন-আবার ক্রিকেট! তোপ লাবুশেনের

ভেনেজুয়েলার অভিযোগ, ‘‘ম্যাচের পর ফুটবলারদের নিয়ে বিমানে দেশে ফিরতে বাধা দেওয়া হয় তাদের। পেরু প্রশাসন ভেনেজুয়েলার বিমানে তেল ভরতে রাজি হয়নি। ফলে লিমা বিমানবন্দরেই দাঁড়িয়ে থাকে বিমান।’’ এরপরই শুরু হয়ে যায় দু’দেশের মধ্যে কূটনৈতিক লড়াই। সোশ্যাল মিডিয়ায় ভেনেজুয়েলার বিদেশমন্ত্রী ইভান গিল লেখেন, ‘‘আমাদের বিরুদ্ধে ফের স্বেচ্ছাচারী কাজকর্ম শুরু করছে পেরু। ফুটবলারদের বিমানে তেল ভরতে দেওয়া হচ্ছে না। আমাদের দল অসাধারণ একটা ম্যাচ খেলেছে। তারই প্রতিশোধ অন্যভাবে নেওয়া হচ্ছে। এটা এক ধরনের অপহরণ।’’

আরও পড়ুন-রান তাড়া করতেই চেয়েছিলাম : ওয়ার্নার

পাল্টা পেরু সরকার বিবৃতি দিয়ে জানায়, ‘‘ভেনেজুয়েলা বাণিজ্যিক বিমান নিয়ে এসেছে। আমাদের দেশে কিছু বিধিনিষেধ আছে। তার উপর সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। চেষ্টা করা হচ্ছে সমস্যা সমাধানের।’’ প্রায় সাড়ে চার ঘণ্টা অপেক্ষার পর সমস্যা মেটে। এখানেই শেষ নয়, ভেনেজুয়েলার ফুটবলার নাহুয়েল ফেরারেসির দাবি, পেরুর পুলিশ তাঁকে মারধর করেছে। নিজের জার্সি দর্শকদের দিকে ছুঁড়ে দিতে যাচ্ছিলেন। পুলিশ তাঁকে বাধা দিয়ে লাঠিপেটা শুরু করে।’’

Latest article