বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Prabhat Roy) অসুস্থ। গত ৬দিন ধরে বাঙ্গুর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। প্রথমে ঠাণ্ডা লেগে জ্বর আসে। তারপরেই শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। পরিচালকের কিডনির সমস্যা রয়েছে। হঠাৎ করে রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যায়। প্রথমে সরকারি হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকের পরামর্শে পরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রভাত রায়কে।
আরও পড়ুন-সন্দেশখালির সন্দেশ
সোশ্যাল মিডিয়ায় প্রভাত রায়ের অসুস্থতার খবর দেন তাঁর আত্মজীবনীর সহ-লেখক অঙ্কন শিল্পী একতা ভট্টাচার্য। প্রভাত রায়ের দেখভালের দায়িত্বে ছিলেন একতা। পরিচালককে বাবা বলে ডাকেন তিনি। বুধবার প্রভাত রায়ের প্রথম ডায়ালিসিস হয়েছে। আপাতত পরিচালক ভালো আছেন।
আরও পড়ুন-এনসিআরবি ক্রাইম রিপোর্টে প্রথম দশে গুজরাটের দুই শহর, বিরোধীদের নিশানায় মোদি সরকার
প্রসঙ্গত, আর কিছু দিনের মধ্যেই প্রভাত রায়ের আত্মজীবনী প্রকাশ পাবে। সেই তারিখও বদলানো হয় নি। সকলের কাছে একতা অনুরোধ করেন পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করতে। ইতিমধ্যেই তাঁর সুস্থতা কামনা করে অনুরাগীদের প্রার্থনায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। উল্লেখ্য, গত বছর উচ্চ রক্তচাপজনিত সমস্যা বেড়ে যাওয়ায় প্রবীণ পরিচালককে প্রেমেন্দু বিকাশ চাকী ও হরনাথ চক্রবর্তী হাসপাতালে ভর্তি করেছিলেন। প্রায় দেড় সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর ছাড়া পান পরিচালক।