সংবাদদাতা, বর্ধমান : বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Burdwan University) অধীন ১২টি হস্টেলের অব্যবস্থা, পরিকাঠামো উন্নয়নের দাবিতে মঙ্গলবার উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন হস্টেলের ছাত্রছাত্রীরা। ছাত্রী শুক্লা সাহা, ছাত্র অমরজিত ঘোষরা জানান, দীর্ঘদিন দাবি জানালেও বিশ্ববিদ্যালয় (Burdwan University) কর্তৃপক্ষ কান দিচ্ছেন না। হস্টেলগুলিতে জঞ্জাল ভর্তি, জমছে জল। ডেঙ্গির প্রার্দুভাব আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। হস্টেলের ছাদ থেকে জল পড়ছে, চাঙড় খসে পড়ছে, পানীয় জলের সুব্যবস্থাও নেই। একটু বৃষ্টি হলেই কিছু কিছু হস্টেলে রাস্তার জল ঢুকে পড়ে। সবমিলিয়ে চূড়ান্ত অব্যবস্থার শিকার ছাত্রছাত্রীরা। অফিস ঘেরাও করে বিক্ষোভ চলার পর বিকালে উপাচার্য গৌতম চন্দ্র ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসে দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দেন।
আরও পড়ুন- এশিয়ান গেমস: ৩ দিনে ভারতের ঝুলিতে ১৪টি পদক! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর