এশিয়ান গেমস: ৩ দিনে ভারতের ঝুলিতে ১৪টি পদক! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Must read

চিনের হাংঝাউতে ১৯তম এশিয়ান গেমসে (Asian Games- India) ভারতের পদক জয় অব্যাহত। ৩ দিনে ১৪টি পদক ভারতের ঝুলিতে! মঙ্গলবার এশিয়ান গেমসে ইকুয়েস্ট্রিয়ানে সোনা জিতল ভারতীয় দল। দলগত বিভাগে ভারতকে সোনা এনে দিলেন ভারতের সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিং, হৃদয় ছেদা এবং অনুশ আগরওয়াল। ৪১ বছর পর অশ্বারোহণে প্রথম সোনা পেল ভারত। এদিন সোনা জয়ের পাশাপাশি রুপোর পদকও আসে ভারতের ঝুলিতে। সেইলিংয়ে প্রথম পদক আসে দেশে। সেইলর ইভেন্টে রুপো জেতেন নেহা ঠাকুর। এর আগে শুটিং এবং রোয়িংয়ে রুপো জিতেছিল ভারত। নেহা মেয়েদের ডিঙ্গি ইভেন্টে রুপো জেতেন। ধারাবাহিক ভাবে ভালো খেলে দেশকে পদক এনে দিলেন তিনি। নেহা থাইল্যান্ডের নপপাসর্ন খুনবুনজানের বিরুদ্ধে ফাইনালে হারিয়ে রুপোর পদক জিতেলন। এরপরই শুভেচ্ছার জোয়ারে ভাসতে থাকেন তারা। দেশের কৃতীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- বাংলার বকেয়া আদায়ে কেন্দ্রকে ৫০ লক্ষ চিঠি, সরব অভিষেক

এদিন নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যো পাধ্যাায় লেখেন” এশিয়ান গেমসে (Asian Games- India) ভারতের অবিশ্বাস্য পদক সংগ্রহ অব্যাহত। টিম ড্রেসেজ ইভেন্টে ঐতিহাসিক স্বর্ণপদক জয়ের জন্য সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিং, হৃদয় ছেদা এবং অনুশ আগরওয়ালকে অনেক শুভেচ্ছা। ভারতীয় দলের জন্য অত্যন্ত গর্বিত৷ গত ৪১ বছরে এটি অশ্বারোহণে প্রথম স্বর্ণ।” তিনি আরও লেখেন, “এছাড়াও, সেইলিং-এ রুপো জয়ের জন্য নেহা ঠাকুরকে অভিনন্দন। পুরুষদের সেইলিং-এ আরএস এক্স-এ ব্রোঞ্জ পদক জেতার জন্য এবাদ আলিকে সাধুবাদ।“

Latest article