বাংলার বকেয়া আদায়ে কেন্দ্রকে ৫০ লক্ষ চিঠি, সরব অভিষেক

Must read

কেন্দ্রের মোদি সরকারের বঞ্চনায় জর্জরিত বাংলা। ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার তহবিলের প্রাপ্য বকেয়া আদায় করতে দিল্লিতে আন্দোলনের কথা আগেই জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দলীয় কর্মীদের চিঠি লেখার নির্দেশ দিয়েছিলেন অভিষেক। সেইমতো ৫০ লক্ষ চিঠি পাঠিয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। এবার সেই চিঠি যাচ্ছে কেন্দ্রের মন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে। বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অভিষেক। হ্যাশ ট্যাগ দেন #Justice।

আরও পড়ুন- নির্দেশ না মানলে ব্ল্যাক লিস্টেড, ডিলারদের হুঁশিয়ারি রাজ্যের, রেজিস্ট্রেশন ছাড়া টোটাে বিক্রিতে নিষেধাজ্ঞা

মঙ্গলবার, এ নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল। লিখেছে, “অন্যায়ের বিরুদ্ধে সরব বাংলার মানুষ। ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার ১৫ হাজার কোটি টাকা অন্যায় ভাবে আটকে রেখেছে বিজেপি। এর জেরে ক্ষতিগ্রস্তরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজেদের অধিকার চেয়ে চিঠি লিখেছেন“। দলের ওই পোস্ট নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করেন অভিষেক (Abhishek Banerjee)। লেখেন, “কেন্দ্রীয় সরকারের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পশ্চিমবঙ্গ। আমাদের অধিকারের দাবিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। গণতন্ত্রে জনগণের ক্ষমতাই সর্বোচ্চ।
#Justice”

১০০ দিনের কাজের টাকা বকেয়া নিয়ে রাজধানীর বুকে আন্দোলনের ঘোষণা আগেই করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বকেয়া টাকার দাবিতে ২ ও ৩ অক্টোবর দিল্লির বুকে ধর্না কর্মসূচির পরিকল্পনা নিয়েছে।

Latest article