সংবাদদাতা, শান্তিনিকেতন : প্রয়াত বিশিষ্ট সংগীতশিল্পী তথা বিশ্বভারতীর সংগীত ভবনের অধ্যাপিকা স্বস্তিকা মুখোপাধ্যায়ের স্মরণসভা থেকে তাঁর প্রতিকৃতি সরানোর অভিযোগ উঠল উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে। শিল্পীর ছবির সঙ্গে কোনওভাবে তাঁর ছবি মিডিয়ায় প্রকাশিত হলে তিনি সমালোচকদের টার্গেট হতে পারেন ভেবে ছবি সরাতে বলে সেই সমালোচনার মুখেই পড়লেন তিনি। তবে বিশ্বভারতীর ব্যাখ্যা, প্রতিকৃতি বা মূর্তিপুজো তাদের রীতিবিরুদ্ধ। বিশ্বভারতী ঐতিহ্য মেনে কাজ করেছে।
আরও পড়ুন-বিজেপির অসৎ উদ্দেশ্য বিফলে যাবে
বৃহস্পতিবার বিকেলে তড়িঘড়ি শিল্পীর সম্মানে স্মরণসভা ডাকেন উপাচার্য। সেই স্মরণসভা ঘিরেও শুরু হয় বিতর্ক। উপাচার্যর ডাকা এই স্মরণসভা কতটা আন্তরিক সে বিষয়ে এক অধ্যাপক বলেন, একজন অধ্যাপিকা তাঁর সর্বস্ব অর্জিত মেধা কোনও প্রতিষ্ঠানকে দিয়ে যখন শূন্যহাতে ফেরেন, তাঁর পেনশন আটকে দেওয়া হয়, গ্র্যাচুইটি আটকে দেওয়া হয়, কর্মজীবনে লাঞ্ছনা করা হয় কর্তাভজা হতে পারেননি বলে, তারপর এই সম্মান আসলে নতুন করে অসম্মান। তাঁর সঙ্গে হওয়া এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে মুখর ভিবিউফা অধ্যাপক সংগঠন থেকে বিভিন্ন মহল। তাদের অভিযোগ, মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ২০ সালের ডিসেম্বরে সংগীত ভবনের অধ্যক্ষ পদ থেকে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তাঁকে অন্যায়ভাবে সরিয়ে দেন। ২০২১ সালের জুনে অবসর নেওয়ার পর আরও লাঞ্ছনা জোটে তাঁর। আজও তাঁর পেনশন, গ্রাচুইটি আটকে রেখেছে বিশ্বভারতী।