বঙ্গ

পর্যটক টানতে সাজছে বীরসিংহে বিদ্যাসাগরের ভিটে

প্রতিবেদন : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মগ্রাম বীরসিংহের প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়াতে একগুচ্ছ পদক্ষেপ করছে বীরসিংহ উন্নয়ন পর্ষদ এবং ঘাটাল পঞ্চায়েত সমিতি। ইতিমধ্যে সেখানে বড় একটি পার্ক তৈরির কাজ শুরু করেছে উন্নয়ন পর্ষদ। বীরসিংহের মূল আকর্ষণ বিদ্যাসাগরের জন্মভিটেয় গড়ে ওঠা স্মৃতিমন্দিরের সামনে গার্ডওয়ালের উপর তাঁর জীবনচিত্র আঁকার কাজ চলছে বলে জানান ঘাটালের মহকুমা শাসক ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক সুমন বিশ্বাস।

আরও পড়ুন-বালুরঘাট বিমানবন্দর চালুর সম্ভাবনা ক্রমে জোরালো, পরিদর্শনে রাজ্যের প্রতিনিধিদল

ওই স্থানে রয়েছে বিদ্যাসাগরের ব্যবহৃত বাঁধানো দাঁত, পোর্টম্যান্টো, হুঁকো, বই-সহ নানা সামগ্রী। আছে বিদ্যাসাগরকে নিয়ে অনেক মডেলও। বছর চারেক আগে ঈশ্বরচন্দ্রের আদি মাটির বাড়িটির আদলে দুটি কংক্রিটের বাড়ি তৈরি হয়েছে। এছাড়াও তাঁর প্রতিষ্ঠিত স্কুল এবং হস্টেলও রয়েছে। স্মৃতিমন্দিরের কেয়ারটেকার দিলীপ বন্দ্যোপাধ্যায় বলেন, সেগুলি দেখতে দর্শনার্থীরা এখানে আসেন। স্মৃতিমন্দিরের পাঁচিলে তাঁর জীবনী নিয়ে আছে কিছু তৈলচিত্র। সম্প্রতি এর পাশাপাশি গার্ডওয়ালটিতে ঘাটাল পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৈলচিত্র আঁকছেন শিল্পী কার্তিক সরেন। জানা গেল, প্রায় ২৫ বর্গফুটের ১৪টি তৈলচিত্র আঁকার কাজ কয়েকদিনের মধ্যেই শেষ হবে। বীরসিংহ উন্নয়ন পর্ষদ বিদ্যাসাগরের জন্মস্থানে পর্যটক টানার লক্ষ্যে গত বছর দেড় কোটি টাকা দিয়ে পার্ক গড়ার কাজ শুরু করে।

আরও পড়ুন-৪৬ হাজার বাড়িতে পরিস্রুত জল পৌঁছে দিতে পুরসভা তৈরি করছে ৬টি জলাধার

তবে মাঝপথে পার্ক তৈরির কাজ থমকে যায়। ফলে এলাকাটি ঝোপজঙ্গলে ভরে ওঠে। পার্কটি হলে বহু মানুষ নিয়মিত আসবেন বলে স্থানীয়দের ধারণা। মহকুমা শাসক বলেন, টাকার সমস্যা আছে। তবে ওই পার্কটি দ্রুত সম্পূর্ণ করার প্রস্তাব ফের উপর মহলে পাঠানো হয়েছে।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

26 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

34 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

59 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago