যান নিয়ন্ত্রণ, আরও ৩ মাস সময় লাগবে

Must read

সাঁতরাগাছি সেতু মেরামতির কাজ শেষের পথে। ফলে ওই পথে চলতি যান চলাচলে নিয়ন্ত্রণও তুলে নেওয়া হবে শীঘ্রই। মুখ্যমন্ত্রীর নির্দেশে বড়দিনের আগেই ওই সেতু খুলে দেওয়া হবে সব ধরনের যানবাহনের জন্য। কিন্তু ওই এলাকায় যানজটের যন্ত্রণার অবসান এখনই হচ্ছে না। বিশেষ করে যাঁরা নিত্যদিন বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) দিয়ে যাতায়াত করেন তাঁদের আরও একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কারণ নতুন ইংরেজি বছরের প্রথম ৩ মাস বিদ্যাসাগর সেতু দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করতে চলেছে রাজ্য সরকার। সেতুর পুরনো ১৮টি কেবল পরিবর্তন করা হবে। সেই কাজ শেষ হতে খুব কম করেও ৩ মাস সময় লাগবে। এই ৯০ দিন সেতুর (Vidyasagar Setu) ওপর মাত্র একটি লেন দিয়ে দুই দিকের যানবাহন চালানো হবে। যার অর্থ সেতুর দুই দিকেই প্রবল যানজটের পাশাপাশি যানবহনের লম্বা লাইন পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এই যান নিয়ন্ত্রণের পালা ঠিক কবে থেকে শুরু হতে চলেছে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তবে জানুয়ারি মাসেই সেই কাজ শুরু হয়ে যাবে যা মার্চ মাস পর্যন্ত চলতে পারে বলে পূর্ত দফতর সূত্রে জানা গেছে। বিদ্যাসাগর সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছিল ১৯৯২ সালে।

আরও পড়ুন-বিধাননগরের সাইবার ক্রাইম সেলের নয়া সফল পদক্ষেপ

Latest article