ব্রিটেনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হল বিক্রমকুমার দোরাইস্বামীকে (Vikram Kumar Doraiswami)। এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রক দোরাইস্বামীর নিয়োগের কথা জানিয়েছে। দোরাইস্বামী বর্তমানে বাংলাদেশে ভারতের হাইকমিশনার (High Commissioner) পদে রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রমকুমার দোরাইস্বামীকে (Vikram Kumar Doraiswami) ব্রিটেনের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। খুব শীঘ্রই তিনি তিনি তাঁর দায়িত্ব গ্রহণ করবেন। উল্লেখ্য, ভারতীয় ফরেন সার্ভিসের ১৯৯২ ব্যাচের অফিসার দোরাইস্বামী। চিনা ভাষায় কথা বলতে অত্যন্ত দক্ষ এই প্রবীণ আইএফএস আধিকারিক। এর আগে তিনি উজবেকিস্তান ও দক্ষিণ কোরিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালনের পাশাপাশি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে দোরাইস্বামীর।
আরও পড়ুন: স্বস্তিতে ইমরান