স্বস্তিতে ইমরান

Must read

আদালত অবমাননায় অস্বস্তিতে পড়লেও নির্বাচনে লড়ার ক্ষেত্রে স্বস্তি পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। বুধবার লাহোর হাইকোর্টের নির্বাচন সংক্রান্ত ট্রাইব্যুনাল জানিয়েছে, আসন্ন ফয়সালাবাদ ও নানকানা সাহিব আসন থেকে উপনির্বাচনে লড়তে পারবেন ইমরান (Imran Khan)। এদিন বিচারপতি শাহিদ ওয়াহিদ তাঁর নির্দেশে জানিয়েছেন, ফয়সালাবাদ আসনে লড়ার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তা বৈধ। নির্বাচন সংক্রান্ত ট্রাইব্যুনালের এই রায়কে স্বাগত জানিয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ইনসাফ। ২৫ সেপ্টেম্বর ফয়সালাবাদ, নানকানা সাহিব-সহ জাতীয় সংসদের নয় আসনে উপনির্বাচন। ওই নয় আসনেই লড়ার কথা ঘোষণা করেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। কিন্তু ইমরানের মনোনয়ন জমা নিয়েই বিতর্ক দানা বাঁধে। উল্লেখ্য, পাক নির্বাচন কমিশন ফয়সালাবাদ আসনে জমা দেওয়া প্রাক্তন প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র বাতিল করে দেয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই আদালতে যান ইমরান।

আরও পড়ুন: বিলকিস বানো-কাণ্ড: মুখোশ খুলে বেরিয়ে এল মুখ

Latest article