বাংলার শিল্পীদের কাজ কাড়ল বিজেপি সরকার

Must read

অনুরাধা রায়: বাংলার শোলাশিল্পীদের (Shola Artist) ওপর অর্থনৈতিক অবরোধ করল বিজেপি-শাসিত দুই রাজ্য অসম, ত্রিপুরা। ওই দুই রাজ্যে দুর্গাপুজোয় একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর জেরে অর্থিক কষ্টে ভুগছেন তাঁরা। শিল্পীদের অভিযোগ, আামাদের রুটি-রুজি বন্ধ করতে চাইল বিজেপি। দুর্গাপুজোর প্রস্তুতির মাঝে কুমোরটুলির শোলাশিল্পী (Shola Artist) শম্ভুনাথ মালাকারের গলায় আক্ষেপের সুর। সঙ্গে একরাশ অভিমানও। শোলার মুকুটের নকশা তৈরি করতে করতেই তিনি বললেন, ‘আমার বয়স এখন প্রায় ৭০। বাইপাস সার্জারি হয়েছে। সরকারি চাকরি পেয়েও করিনি এই শিল্পকে ভালবেসে। বাবা বিশিষ্ট শোলাশিল্পী প্রয়াত আশুতোষ মালাকারের হাত ধরে এই কাজ শুরু। অসম-ত্রিপুরার পুজোয় ছিল আমাদের বড় রোজগারের জায়গা। ওই দুই রাজ্যে বিজেপি সরকার আসার আগে পর্যন্ত দুর্গাপুজোয় প্রতিমার শোলার সাজ করতাম আমরাই। কিন্তু এখন ওখানে বড় দুর্গাপুজো করতে বাধা দিচ্ছে বিজেপি। খুব কম শোলার কাজ যাচ্ছে। ছোট ছোট কয়েকটি পুজোর কাজ করে আমাদের পোষায় না। এককথায় আমাদের ভাতে মারার চেষ্টা হচ্ছে।’ পাশেই ছিলেন প্রবীণ এই শিল্পীর ছেলে সুজিত মালকার। তিনি বলেন, অসম-ত্রিপুরা তো আছেই। সঙ্গে মহারাষ্ট্র, হায়দরাবাদ, বেঙ্গলুরুতেও আমাদের কাজ আটকে দেওয়া হচ্ছে। ওই রাজ্যগুলিতেও বিভিন্ন অনুষ্ঠানে এবং গণেশ পুজোয় শোলার কাজ যেত আমাদের। কিন্তু এখন বাংলার বাইরে আমরা ব্যবসা করতেই পারছি না। মার খাচ্ছে আমাদের শিল্প। আক্ষেপ, ওখানকার প্রবাসী বাঙালিরা বিজেপির নোংরা রাজনীতির কারণে বাংলার শিল্প থেকে বঞ্চিত হচ্ছেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পীদের দেখেন। সুযোগ দেন। আমাদের একটাই আবেদন বিজেপি সরকারের কাছে, আমাদের শিল্প বাঁচিয়ে রাখতে দিন।

আরও পড়ুন: বিলকিস বানো-কাণ্ড: মুখোশ খুলে বেরিয়ে এল মুখ

Latest article