সফল অবতরণ বিক্রমের। ইতিহাস গড়ল ভারত। চাঁদের মাটি ছুঁল ইসরো। বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের ‘কুমেরু’ জয় ভারতের। চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের কৃতিত্ব ISRO-র। ইসরো প্রধান এস সোমনাথ চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এর সফল সফট ল্যান্ডিং প্রসঙ্গে বলেছেন, “এই মুহূর্তে চাঁদের দক্ষিণ মেরুতে রয়েছে চন্দ্রযান-৩।”
অবতরণের শেষ মুহূর্তে বিক্রমের গতি ছিল প্রতি সেকেন্ডে ১.৬৮ কিলোমিটার। পরিকল্পনা মতোই ৬ টা ৪ মিনিটেই চাঁদের মাটিতে পা রাখল চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। সারা বিশ্বে ইতিহাস তৈরি ভারতের। ভারত হল প্রথম দেশ, যে দেশ চাঁদের দক্ষিণ মেরুতে ‘যান’ সফলভাবে সফট ল্যান্ডিং হল। এর আগে কোনও দেশের যান সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পারেনি।
আরও পড়ুন- পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে আলোচনা, ২৯ অগাস্ট সর্বদল বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর
বিক্রমের সফট ল্যান্ডিংয়ের ঠিক ২ ঘণ্টা পর নামবে রোভার প্রজ্ঞান। রাশিয়া, আমেরিকা ও চিনের পর চাঁদে সফট ল্যান্ডিং করা ভারত বিশ্বের চতুর্থ দেশ। ১৪ জুলাই থেকে ভারতবাসীর নজর ছিল চন্দ্রযান-৩-এর দিকে। যানের বিক্রমের অবতরণের অপেক্ষায় ছিল দেশবাসী। আজ সেই অপেক্ষার অবসান হল। উচ্ছ্বসিত দেশবাসী।