বিএসএফের গুলিতে মৃত্যু গ্রামবাসীর

বিএসএফ সূত্রে খবর, কাঁটাতার টপকে বেশ কয়েকজন পাচারকারী বাংলাদেশে গরুপাচারের চেষ্টা করছিল। টহলরত জওয়ানরা বাধা দিলে তারা বোমা ছুঁড়তে থাকে

Must read

প্রতিবেদন : আবার গুলি বিএসএফের। প্রাণ গেল জলঙ্গির এক গ্রামবাসীর। নাম মমিনুল ইসলাম (৩৫)। বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গিতেই। সোমবার দেহটি জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। বিএসএফের দাবি, গরুপাচার রুখতে গেলে তাদের ওপর বোমা নিয়ে হামলা করে গরুপাচারকারীরা। রবিবার গভীর রাতে ওই সঙ্ঘর্ষ হয়। রণক্ষেত্রের চেহারা নেয় ভারত-বাংলাদেশ সীমান্ত। জলঙ্গি থানার সীমান্তঘেঁষা সরকারপাড়ায় গভীর রাতে ব্যাপক বোমাবাজির শব্দ শোনা যায়।

আরও পড়ুন-জেলাপরিষদের প্রত্যেকটিতেই জয়ী তৃণমূল কংগ্রেস

বিএসএফ সূত্রে খবর, কাঁটাতার টপকে বেশ কয়েকজন পাচারকারী বাংলাদেশে গরুপাচারের চেষ্টা করছিল। টহলরত জওয়ানরা বাধা দিলে তারা বোমা ছুঁড়তে থাকে। প্রথমে রাবার বুলেট ছুঁড়ে ঠেকানোর চেষ্টা করা হলেও কাজ হয়নি। ফলে আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়। তাতেই মমিনুলের মৃত্যু হয় বলে অভিযোগ। সকালে তাঁর দেহ সাধিখারদিয়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃতের স্ত্রী মিনা বিবি জানালেন, পাঁচ বছর ধরে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন মমিনুল। ইদের ছুটিতে বাড়ি এসে ছোটখাটো কাজকর্ম করতেন।

আরও পড়ুন-ডেঙ্গি মশা নিধনে পথে মেয়র পারিষদ

গত দু’দিন আগে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। হঠাৎ পুলিশ জানাল, বিএসএফের গুলিতে ওর মৃত্যু হয়েছে। আমার স্বামী কখনওই গরুপাচারের সঙ্গে জড়িত ছিল না। বিএসএফের গুলিচালনার নিন্দা করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, গরুপাচারে বিএসএফ নিজেই যুক্ত। বখরা ঠিকমতো না মিললেই তারা গুলি চালিয়ে লোকজনকে মেরে ফেলে।

Latest article