মাদ্রিদ, ৮ জানুয়ারি : ইয়েলো সাবমেরিনে ডুবল রিয়াল মাদ্রিদ (Real Madrid vs Villarreal)। লা লিগায় ঘরের মাঠে ভিয়ারিয়াল ২-১ গোলে হারিয়ে দিয়েছে কার্লো আনচেলোত্তির দলকে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেই হল সব ক’টি গোল। এদিনের হারে বার্সেলোনাকে টপকে শীর্ষে যাওয়া হল না রিয়ালের। বার্সা ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। পাঁচে ভিয়ারিয়াল। এদিন রিয়াল একটি নজির গড়ল। কোনও স্প্যানিশ ফুটবলার ছাড়াই মাঠে নামল তারা। যা লা লিগায় নজিরবিহীন।
বিরতির পর দু’মিনিটের মধ্যে এগিয়ে যায় ভিয়ারিয়াল (Real Madrid vs Villarreal)। ইয়েরেমির পিনোর শট ফারলাঁ মেন্ডির গায়ে লেগে গোল হয়। মিনিট তিনেকের মধ্যে রিয়ালকে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করেন করিম বেঞ্জেমা। তবে ৬০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে সমতায় ফিরিয়ে আনেন বেঞ্জেমাই। এবারের লিগে ফরাসি স্ট্রাইকারের এটি অষ্টম গোল। রিয়াল গোল শোধ করার পরেও ঘরের মাঠে তিন পয়েন্ট পেতে মরিয়া হয়ে ওঠে ভিয়ারিয়াল। এবার পেনাল্টি পায় তারা। গোল করে দলকে এগিয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড জেরার্ড মোরেনো। রিয়ালের অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা বক্সে পড়ে যাওয়ার সময় হাতে বল লাগিয়ে ফেলেন। ম্যাচের বাকি সময়ে তুল্যমূল্য লড়াই হলেও আর গোল হয়নি। বেঞ্জেমাদের ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হয়।
আরও পড়ুন-মেসি মারাদোনার মতোই : সিমিওনে