Vineet Goyal : কোভিড নিয়ন্ত্রণে মানুষকে পাশে চাইলেন নতুন নগরপাল

Must read

প্রতিবেদন : অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা এবং ট্রাফিক নিয়ন্ত্রণে কলকাতা পুলিশকে বিশ্বমানে পৌঁছে দিতে চান কলকাতার নতুন নগরপাল বিনীত গোয়েল (Vineet Goyal)। শুক্রবার লালবাজারে (Lal bazar) বিদায়ী নগরপাল সৌমেন মিত্রর (Soumen Mitra) কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন তিনি। পরে এক সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠকে তিনি (Vineet Goyal) জানান, ‘‘সাইবার ক্রাইম এখন আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আধুনিক প্রযুক্তিতেই এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে।’’ কোভিড (COVID) পরিস্থিতির উল্লেখ করে তিনি জনসাধারণকে অনুরোধ করেন, ‘‘সবাই কোভিড প্রোটোকল মেনে চলুন। মাস্ক পরুন। আনন্দ করুন স্বাস্থ্যবিধি মেনে।’’ তাঁর বক্তব্য, পুলিশ অবশ্যই কড়া নজর রাখবে পার্ক স্ট্রিট-সহ বিভিন্ন এলাকায়। তবে মানুষকেও নিজেদের সুরক্ষার বিষয়ে সচেতন হতে হবে। শুধুমাত্র পুলিশের পক্ষে সবকিছু করা সম্ভব নয়। জনগণকে দাঁড়াতে হবে পুলিশের পাশে। কলকাতা পুলিশের উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি বলেন, আইনশৃঙ্খলা এবং ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

Latest article