নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি : মহিলা কুস্তিগিরদের ওপর যৌন হেনস্থার অভিযোগের তদন্ত করতে কমিটি গঠন করা হলেও, সংবাদমাধ্যমে তদন্তের নানান স্পর্শকাতর বিষয় ফাঁস করছেন কমিটির এক সদস্য। এমনটাই অভিযোগ করলেন তারকা কুস্তিগির বিনেশ ফোগত। অভিযুক্ত সদস্যের শাস্তির দাবি জানিয়েছেন বিনেশ।
আরও পড়ুন-এবার ওয়াংখেড়েতে বসছে শচীনের মূর্তি
ট্যুইটারে তিনি লেখেন, ‘সম্প্রতি আমার নজরে এসেছে যে, তদন্ত কমিটির এক ক্রীড়াবিদ সদস্য লিখিত অভিযোগের বিষয়বস্তু সংবাদমাধ্যমে ফাঁস করছেন। একজন ক্রীড়াবিদ হিসেবে এটা দেখতে খুব খারাপ লাগছে যে, একজন সহ-ক্রীড়াবিদ এত দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন। এই কাজ থেকেই মহিলাদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়।’ এই আচরণ তদন্তকে প্রভাবিত করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিনেশ। তাঁর দাবি, ‘আমার আবেদন, এভাবে নিজের পদের অপব্যবহার করায় ওই সদস্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক এবং অতি সত্বর তাঁকে তদন্ত কমিটি থেকে বহিষ্কার করা হোক।’
আরও পড়ুন-সাগরদিঘি উপনির্বাচন, স্ট্রং রুমে কড়া পাহারায় ভাগ্য, বাজিমাত ঘাসফুলেরই, বদ্ধমূল তৃণমূল
তাঁর অভিযোগের ভিত্তিতে যাতে তদন্ত কমিটির দোষী সদস্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়, সেই আবেদন জানিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে ট্যুইটারে ট্যাগও করেছেন তিনি। প্রসঙ্গত মহিলা কুস্তিগিরদের উপর যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছিল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন।