মাদ্রিদ, ১৫ ফেব্রুয়ারি : তারকাখচিত রিয়াল মাদ্রিদের (Real Madrid) অন্দরমহলে অশান্তির কালো ছায়া! মাঠে তাঁরা সতীর্থ। কিন্তু মাঠের বাইরে কিলিয়ান এমবাপের সঙ্গে এক অন্য যুদ্ধে জড়িয়ে পড়লেন ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহ্যাম। এই মুহূর্তে রিয়ালের সবথেকে দামী ফুটবলার এমবাপে। কিন্তু ভিনিসিয়াস ও বেলিংহ্যাম ফরাসি তারকার থেকে বেশি বেতন না হলেও অন্তত সমান বেতনের দাবি জানিয়েছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, ইতিমধ্যেই রিয়াল কর্তৃপক্ষের সঙ্গে ভিনিসিয়াসের এজেন্ট চুক্তি নিয়ে কথা বলেছেন। গোটা বিষয়ের দিকে নজর রাখছেন বেলিংহ্যামের এজেন্টও। ২০২৩ সালে ডর্টমুন্ড থেকে রিয়ালের যোগ দেওয়া বেলিংহ্যামের চুক্তি ২০২৯ সাল পর্যন্ত। বছরে ১ কোটি ইউরোর থেকে কিছুটা কম পান তিনি। যদিও সেই বেলিংহ্যামও চাইছেন এমবাপে ও ভিনিসিয়াসের সমান বা তার থেকেও বেশি অর্থের চুক্তি করতে।
এদিকে, শনিবার লা লিগায় ওসাসুনার বিরুদ্ধে ১-১ ড্র করেছে রিয়াল। ১৫ মিনিটে এমবাপের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। কিন্তু ৩৯ মিনিটে লাল কার্ড দেখে বসেন বেলিংহ্যাম! ফলে বাকি সময় ১০ জনে খেলতে হয় রিয়ালকে। সেই সুযোগে ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করে দেন ওসাসুনার আন্তে বুদিমির। ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে এখনও লিগের শীর্ষে থাকলেও, আটলেটিকো মাদ্রিদ (২৩ ম্যাচে ৪৯) ও বার্সেলোনার (২৩ ম্যাচে ৪৮) পয়েন্টের ব্যবধান কমলো রিয়ালের।
এমবাপের সমান বেতন চান ভিনি, বেলিংহ্যামও ওসাসুনার সঙ্গে ড্র করে চাপে রিয়াল
গোটা বিষয়ের দিকে নজর রাখছেন বেলিংহ্যামের এজেন্টও। ২০২৩ সালে ডর্টমুন্ড থেকে রিয়ালের যোগ দেওয়া বেলিংহ্যামের চুক্তি ২০২৯ সাল পর্যন্ত।
![WhatsApp Image 2025-02-16 at 12.23.14 AM (1)](https://jagobangla.in/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-16-at-12.23.14-AM-1.jpeg)