উত্তরাখণ্ড প্রদেশের পৌরি গাড়ওয়াল জেলায় ১৯৫৮ সালে জন্ম
বাবা লক্ষ্মণ সিংও সেনাবাহিনীর জেনারেল ছিলেন
রাওয়াত পড়াশোনা করেন ক্যামব্রিয়ান হল (দেরাদুন), শিমলার সেন্ট এডওয়ার্ড স্কুল এবং অবশেষে ভারতীয় সামরিক অ্যাকাডেমিতে
ভাল ফলাফলের জন্য ভারতীয় সামরিক অ্যাকাডেমি থেকে পান ‘শোর্ড অফ অনার’
তামিলনাড়ুর মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে প্রতিরক্ষাবিদ্যায় এমফিল করেন
কমিশন বা চাকরি ১৯৭৮ সালের ১৬ ডিসেম্বর
কাজ শুরু ৫/১১ গোর্খা রাইফেলসে
এই রেজিমেন্টেই আজীবন কাজ করেছেন তাঁর বাবা
এরপর একে একে পদোন্নতি
১৯৮০ সালে লেফটেন্যান্ট হন
১৯৮৪ সালে ক্যাপ্টেনের পদ পান
১৯৮৯ সালে মেজর পদে অভিষিক্ত হন
১৯৯৮ সালে হন লেফটেন্যান্ট কর্নেল
সেখান থেকে ২০০৩ সালে কর্নেল
২০০৯ সাল, আবারও পদোন্নতি, পান ব্রিগেডিয়ারের পদ
২০১১ সালে মেজর জেনারেল
২০১৪ সালে লেফটেন্যান্ট জেনারেল
২০১৭ সালে ভারতীয় সেনার প্রধান নির্বাচিত হন
সেনা সর্বাধিনায়ক হওয়ার আগে ছিলেন বাহিনীর ভাইস চিফ অফ আর্মি স্টাফ
২০২০ সালে পান চিফ ডিফেন্স স্টাফের পদ
১. পরম বিশিষ্ট সেবা মেডেল,
২. উত্তম যুদ্ধ সেবা মেডেল,
৩. অতি বিশিষ্ট সেবা মেডেল,
৪. যুদ্ধ সেবা মেডেল,
৫. সেনা মেডেল,
৬. বিশিষ্ট সেবা মেডেল,
৭. বিদেশ সেবা মেডেল
তিনি রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্যও ছিলেন।
জেনারেল রাওয়াত কঙ্গো প্রজাতন্ত্রে বিভিন্ন দেশের সেনাবাহিনীর একটি ব্রিগেডেরও নেতৃত্ব দিয়েছেন।
সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডে একাধিক সামরিক অভিযান পরিচালনার অভিজ্ঞতা ছিল তাঁর।