আমেদাবাদ, ২১ মে : একটা সময় টুর্নামেন্টের প্রথম দল হিসাবে ছিটকে যাওয়ার আশঙ্কা মাথাচাড়া দিয়েছিল। কিন্তু টানা ছয় ম্যাচ জিতে প্লে-অফে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই পরিস্থিতিতে বুধবার আইপিএলের এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের মুখোমুখি বিরাট কোহলিরা। আরও একটা জয় মানেই দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেওয়া। কিন্তু হারলেই সব শেষ।
আরও পড়ুন-ফ্লেমিংকে পেতে মাহির দ্বারস্থ বোর্ড
বিরাটদের প্রতিপক্ষ রাজস্থান আবার হঠাৎ করেই ছন্দ হারিয়ে বসেছে। শেষ পাঁচ ম্যাচে জয়ের মুখ দেখেননি সঞ্জু স্যামসনরা। এর মধ্যে টানা চারটি ম্যাচে হারের পর কেকেআরের বিরুদ্ধে শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। তাই যেভাবেই হোক বুধবারের ম্যাচটা জিতে ফর্মে ফিরতে মরিয়া রাজস্থান।
আরসিবিকে স্বপ্ন দেখাচ্ছে বিরাটের স্বপ্নের ফর্ম। এবারের আইপিএলে ১৪ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি-সহ মোট ৭০৮ এসেছে কিং কোহলির ব্যাট থেকে। গড় ৬৪.৩৬, স্ট্রাইক রেট ১৫৫.৬০। বিরাট নিজেও মুখিয়ে রয়েছেন আরসিবিকে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন করার জন্য। তিনি বলেই রেখেছেন, ‘‘ঈশ্বরের ইচ্ছাতেই আমরা এই জায়গাতে পৌঁছেছি। গোটা দল সততার সঙ্গে নিজেদের কাজটা করেছে বলেই তার পুরস্কার পেয়েছে। তবে আমাদের কাজ এখনও শেষ হয়নি। লক্ষ্য আরও একটা সপ্তাহ নিজেদের সেরা ক্রিকেট খেলা।’’ বিরাট ছাড়া আরসিবির আরও এক ভরসা ফাফ ডুপ্লেসি। ফর্মে ফিরে ব্যাটে-বলে ভরসা জোগাচ্ছেন ক্যামেরন গ্রিনও। তবে বোলিং নিয়ে কিছুটা হলেও চাপে রয়েছে দল।
আরও পড়ুন-আকাশে রঙিন আলোর বন্যা
অন্যদিকে, জস বাটলার দেশে ফিরে যাওয়াতে বড় ধাক্কা খেয়েছে রাজস্থান শিবির। গোদের উপর বিষফোঁড়ার মতো যশস্বী জয়সওয়ালের খারাপ ফর্ম ভোগাচ্ছে দলকে। এই পরিস্থিতিতে ব্যাটিংয়ে ভরসা বলতে সঞ্জু ও রিয়ান পরাগ। তরুণ তুর্কি রিয়ান এবারের আইপিএলে ব্যাট হাতে দারুণ ফর্মে। অধিনায়ক সঞ্জু পাঁচশোর বেশি রান করেছেন। তবে শেষ কয়েকটি ম্যাচে সঞ্জুর ব্যাট থেকে কোনও বড় ইনিংস আসেনি। বুধবার তাই অধিনায়কের ব্যাট থেকে একটা ম্যাচ জেতানো ইনিংসের অপেক্ষায় রয়েছে রাজস্থান শিবির।