বেঙ্গালুরু, ১২ মার্চ : আরও একবার বড় রান করতে ব্যর্থ বিরাট কোহলি। শনিবার তিনি যেভাবে লেগ বিফোর উইকেটের শিকার হলেন, তার জন্য ভুল শট নির্বাচনকেই দায়ী করছেন সুনীল গাভাসকর। শ্রীলঙ্কার স্পিনার ধনঞ্জয় ডি’সিলভার হঠাৎ নিচু হওয়া বলে আউট হন বিরাট। আউট হওয়ার পর, বেশ কয়েক মুহূর্ত ক্রিজে দাঁড়িয়ে ছিলেন বিস্মিত বিরাট।
আরও পড়ুন-মোহনবাগানের নতুন সচিব হচ্ছেন দেবাশিস
গাভাসকরের বক্তব্য, ‘‘চিন্নাস্বামীর উইকেটে অসমান বাউন্স রয়েছে। কোনও কোনও বল একেবারে গড়িয়ে যাচ্ছে। এই পিচে ব্যাকফুটে গিয়ে আড়াআড়ি ব্যাটে খেলা মানেই বিপদ। কারণ মিস করা মানেই আপনি নিশ্চিতভাবে এলবিডব্লু-র ফাঁদে পড়তে চলেছেন। বিরাটের ক্ষেত্রে সেটাই হয়েছে। এই উইকেটে ওর এই শট খেলা উচিত হয়নি।’’ সানি এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘প্যাডে বল লাগার পরেই বিরাট বুঝে গিয়েছিল সব শেষ। তাই রেফারেল নেওয়ার চেষ্টাই করেনি।’’ এদিকে, আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজিত আগারকরের বক্তব্য, ‘‘বল পিচে পড়ে ঘুরছে, এই পরিস্থিতিতে সাধারণত ব্যাটাররা ব্যাকফুটে খেলে থাকে। বিরাটও সেটাই করছিল। কিন্তু এক্ষেত্রে বল এতটাই নিচু হয়ে গিয়েছিল যে, ওর কিছুই করার ছিল না।’’