মোহনবাগানের নতুন সচিব হচ্ছেন দেবাশিস 

Must read

প্রতিবেদন : শতাব্দীপ্রাচীন মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের নতুন সচিব হচ্ছেন দেবাশিস দত্ত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেবাশিসের প্যানেল ক্ষমতায় আসছে গঙ্গাপাড়ের ক্লাব প্রশাসনে। নির্বাচন উপলক্ষে শনিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। দেবাশিসের নেতৃত্বে ২২ জনের কমিটি এদিন মনোনয়ন দাখিল করে। যার মধ্যে ১১ জন পদাধিকারী এবং বাকি ১১ জন কর্মসমিতির সদস্য। সূত্রের খবর, বিপক্ষে কোনও মনোনয়ন জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছে দেবাশিসের নেতৃত্বাধীন নতুন কার্যকরী কমিটি।

আরও পড়ুন – ব্রাজিলে মূক ও বধির অলিম্পিকে বাংলার দুই

সচিব পদে দেবাশিস ছাড়াও সহসচিব পদে এবারও নির্বাচিত হতে চলেছেন প্রাক্তন ফুটবলার তথা মোহনবাগানের (Mohun Bagan) ঘরের ছেলে সত্যজিৎ চট্টোপাধ্যায়। প্রাক্তন ফুটবলার বিদেশ বসুর জায়গায় ইয়ুথ ডেভেলপমেন্ট ফুটবল সচিব পদে এবার দায়িত্ব নিচ্ছেন আর এক প্রাক্তন মানস ভট্টাচার্য। ফুটবল সচিব পদে স্বপন বন্দ্যোপাধ্যায় পুনর্নির্বাচিত হতে চলেছেন। সচিব পদপ্রার্থী দেবাশিস বললেন, ‘‘এবার কোনও দল, উপদল হয়ে নয়। সবাই মিলে একসঙ্গে কাজ করব। কমিটির বাইরের লোকও ক্লাবের জন্য কাজ করবে। সাব কমিটি বা উপদেষ্টা কমিটি গড়ে অনেক মানুষকে আমরা ক্লাবের কাজে যুক্ত করতে চাই। হকি, টেনিসের মতো যে সমস্ত খেলা বন্ধ আছে, সেগুলোও শুরু করতে চাই। মোহনবাগান ক্লাবকে আমরা অন্য মাত্রায় নিয়ে যেতে যাই।’’

এদিকে, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে এদিন দুপুর থেকেই মোহনবাগান তাঁবুর বাইরে উত্তেজনা ছিল। পরে পরিস্থিতি রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়। আহত হন কয়েকজন। তবে ক্লাব কর্তা দেবাশিস দত্ত বললেন, ‘‘এই ঘটনার সঙ্গে ক্লাবের কোনও সম্পর্ক নেই। সর্বসম্মতিক্রমে প্যানেল জমা পড়ছে। সেখানে কীসের ঝামেলা? এটা সম্পূর্ণ বাইরের ঘটনা। পুলিশ ঘটনা খতিয়ে দেখবে।’’

Latest article