সেঞ্চুরিয়ন, ৩০ ডিসেম্বর : সেঞ্চুরিয়নের ঐতিহাসিক জয়ের পর মহম্মদ শামিকে প্রশংসায় ভরিয়ে দিলেন বিরাট কোহলি। কোনও রাখঢাক না করেই ভারতীয় টেস্ট অধিনায়কের মন্তব্য, ‘‘সত্যিই ওয়ার্ল্ড ক্লাস। আমার মতে, এই মুহূর্তে বিশ্বের সেরা তিনজন পেসারের মধ্যে থাকবে শামি।’’
দু’ইনিংস মিলিয়ে আট উইকেট শিকার করা ভারতীয় পেসারের ঢালাও প্রশংসা করে বিরাট আরও বলেন, ‘‘শামির সবচেয়ে বড় শক্তি ওর কব্জি, বল সিম করিয়ে সোজা পিচে ফেলার সহজাত ক্ষমতা এবং একই জায়গায় টানা বোলিং করে যাওয়া। ও টেস্টে ২০০ উইকেট পাওয়ার আমি খুশি। এই টেস্টের দুটো ইনিংসেই শামি অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছে। যখনই বল করতে এসেছে, প্রভাব ফেলেছে।’’
আরও পড়ুন-এপ্রিলেই অবসর, ঘোষণা টেলরের
একই সঙ্গে বিরাটের দাবি, প্রথম ইনিংসে বল করার সময় জসপ্রীত বুমরা গোড়ালিতে চোট না পেলে, বক্সিং ডে টেস্ট ম্যাচ আরও সহজে জিতত ভারত। এই প্রসঙ্গে ভারত অধিনায়কের বক্তব্য, ‘‘বুমরা চোটের জন্য প্রথম ইনিংসে সেভাবে বল করতে পারেনি। তাই বিপক্ষ অতিরিক্ত ৪০-৫০ রান স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে। তবে আমাদের বোলাররা টেস্টে যেভাবে বোলিং করেছে, তাতেই বোঝা যাচ্ছে কঠিন পরিস্থিতিতেও কেন আমরা ম্যাচ জিতি।’’
ম্যাচের সেরা কে এল রাহুল এবং অন্যতম ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের প্রশংসা করে বিরাট আরও বলেন, ‘‘বিদেশের মাঠে প্রথমেই ব্যাট করা কঠিন চ্যালেঞ্জ। কিন্তু রাহুল ও মায়াঙ্ক দারুণ ব্যাট করল। এরজন্য ওদের প্রশংসা করতেই হচ্ছে।’’ সেঞ্চুরিয়নের জয় তৃপ্তি দিলেও, বিরাটের পাখির চোখ এখন জোহানেসবার্গ টেস্ট ম্যাচ। তিনি বলছেন, ‘‘সফরটা নিখুঁতভাবে শুরু হল। বৃষ্টিতে একটা দিন নষ্ট হওয়ার পরেও জিতেছি। তবে এবার ফোকাস জোহানেসবার্গে। ওখানে খেলার জন্য বরাবরই মুখিয়ে থাকি। সেঞ্চুরিয়নের ছন্দ ওয়ান্ডারার্সেও রাখতে চাই।’’