বিশ্রাম আমাকে তরতাজা করেছে, নিজের ব্যাটিং উপভোগ করছেন বিরাট

Must read

দুবাই: অপেক্ষার অবসান। ছ’মাস পর টি-২০ ক্রিকেটে টিম ইন্ডিয়ার জার্সিতে হাফ সেঞ্চুরি। রোহিত শর্মার রেকর্ড ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি (Virat Kohli)। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে দু’জনেরই নামের পাশে এখন ৩১টি করে হাফ সেঞ্চুরি। পাকিস্তান ম্যাচেই ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। হংকংয়ের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি পর কিং কোহলি সাফ জানাচ্ছেন, নিজের ব্যাটিং তিনি দারুণ উপভোগ করছেন।

বিরাট (Virat Kohli) ও সূর্যকুমার যাদবের ৪২ বলে ৯৮ রানের ঝোড়ো পার্টনারশিপই ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিল। পরে সূর্যকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন, দেড় মাসের বিরতির পর নিজেকে অনেক বেশি তরতাজা লাগছে। বিরাটের বক্তব্য, ‘‘দেড় মাস বিরতির পর ক্রিকেটে ফিরেছি। ছ’সপ্তাহ দীর্ঘ সময়। বিশেষত আন্তর্জাতিক ক্রিকেটে। যেখানে সবাই বলে লম্বা বিরতি নিয়ে খেলা থেকে ফোকাস সরে যায়। আমি অবশ্য তরতাজা হয়েই ফিরেছি। দুটো ম্যাচেই নিজের ব্যাটিং উপভোগ করেছি। আমার পরিকল্পনা খুব সহজ, একটা দিক ধরে রেখে জুটি তৈরি করা। এরপর পরিস্থিতি অনুযায়ী বাউন্ডারি হাঁকানো।’’

আরও পড়ুন: UNESCO-কে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি বদল মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিরাট আরও বলেন, ‘‘তুমি যখন ক্রিজে এলে, তখন বলেছিলাম আমি নিজের মতো খেলব। কিন্তু তুমি চালাতে শুরু করতেই ভূমিকা বদলে নিই। তখন লক্ষ্য ছিল একটা প্রান্ত ধরে রাখা। যাতে তুমি খোলা মনে চালিয়ে খেলতে পারো। দুটো ম্যাচেই নিজের ব্যাটিং আমাকে তৃপ্তি দিয়েছে। আমার কাছে রেকর্ড, রান সবই অপ্রাসঙ্গিক। ব্যাট করার সময় কেমন অনুভূতি হচ্ছে, সেটাই আসল।’’

এর পরেই সূর্যকে পাল্টা বিরাটের প্রশ্ন, ‘‘কীভাবে তুমি এতটা আগ্রাসী মেজাজে ব্যাটিং করলে?’’ সূর্যর উত্তর, ‘‘ক্রিজে এসে পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেছি। প্রথম ১০ বলে তিন-চারটে বাউন্ডারি মারতে চেয়েছিলাম। তাতেই ছন্দ পেয়ে যাই। উল্টোদিক থেকে তুমিও দুর্দান্ত সঙ্গ দিয়েছ। তুমি ছিলে বলেই খোলা মনে ব্যাট করতে পেরেছি। আর আগেও দেখেছি, ৩০-৩৫টা বল খেলার পর তুমি নিজের স্ট্রাইক রেট দুশোর উপরে তুলে নিয়ে যাও।’’
বিরাট নিজেও উচ্ছ্বসিত প্রশংসা করেন সূর্যর ব্যাটিংয়ের। তিনি বলেন, ‘‘অসাধারণ ব্যাট করেছ। তোমার সাক্ষাৎকার নিতে পেরে গর্বিত। আমি তো উল্টোদিকে দাঁড়িয়ে তোমার ব্যাটিং উপভোগ করছিলাম। আইপিএলে প্রতিপক্ষ হিসেবে তোমাকে খেলতে দেখেছি। এই প্রথমবার এত কাছ থেকে তোমার ব্যাটিং দেখলাম।’’

Latest article