আইসিসি ট্রফি জিতিনি বলেই আমি ব্যর্থ নেতা?

বিস্ফোরক বিরাট

Must read

নয়াদিল্লি: কয়েক মাস হল জাতীয় দলের নেতৃত্ব ছেড়েছেন। এবার আরসিবি-র পডকাস্টে নিজের নেতৃত্ব নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি (Virat Kohli- ICC)। প্রশ্ন তুলেছেন, শুধু আইসিসি টুর্নামেন্ট জিততে পারেননি বলেই গায়ে ব্যর্থ অধিনায়কের তকমা এঁটে দেওয়া হবে?
বিরাটের (Virat Kohli- ICC) বক্তব্য, ‘‘আমি প্রতিটি টুর্নামেন্ট জেতার জন্য খেলি। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছি। ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরও ফাইনাল খেলেছিলাম। এর পরেও আমাকে ব্যর্থ নেতা হিসেবে চিহ্নিত করা হবে?’’

তাঁর আরও সংযোজন, ‘‘আমি কখনও নিজেকে এই দৃষ্টিকোণ থেকে বিচার করিনি। আমার নেতৃত্বে দল যা কিছু অর্জন করেছে, তার জন্য আমি গর্বিত। নিজেকে নেতা হিসেবে ব্যর্থ ভাবি না। একটা দলের মানসিকতার পরিবর্তন আনতে অনেকটা সময় লাগে। তার জন্য ধারাবাহিকতা দরকার। আমরা সেই ধারাবাহিকতা রাখতে পেরেছিলাম। যেটা ট্রফি জেতার থেকেও বড় সাফল্য বলে আমি মনে করি।’’ বিরাট বলেছেন, ‘‘খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিতেছি। জিতেছি চ্যাম্পিয়ন্স ট্রফিও। সেই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে অনেকেই কিন্তু কোনওদিন বিশ্বকাপ জিততে পারেননি।’’

আরও পড়ুন:বিশ্বকাপে সেরার দৌড়ে রিচা

এই সাক্ষাৎকারে বিরাট জানিয়েছেন, তাঁকে জাতীয় দলের ভবিষ্যৎ নেতা হিসেবে চিহ্নিত করেন মহেন্দ্র সিং ধোনি। বিরাটের বক্তব্য, ‘‘আমি মাঠে সব সময় ম্যাচ নিয়ে নিজের মতামত দিতাম। এই কারণেই ধোনি আমাকে ভবিষ্যতের নেতা হিসেবে বেছেছিল। আমি যখন অধিনায়ক হই, তখনও আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা অটুট ছিল।’’ বিরাট আরও বলেন, ‘‘আপনি যদি ধোনিকে ফোন করেন, তাহলে ৯৯ শতাংশ সম্ভাবনা রয়েছে যে ও কল রিসিভ করবে না। কারণ ধোনি ফোনের দিকে লক্ষ্য রাখে না। কিন্তু আমার কঠিন সময়ে ধোনি আমাকে মেসেজ করে আত্মবিশ্বাস জুগিয়েছিল।’’ বিরাটের বক্তব্য, ‘‘ক্রিকেট জীবনের কঠিন সময়ে আমার সবথেকে বড় শক্তি ছিল স্ত্রী অনুষ্কা। সেই সময় পুরোটাই ও আমার সঙ্গে কাটিয়েছে। চোখের সামনে দেখেছে আমি কোন অবস্থার মধ্য দিয়ে গিয়েছি। আমার সঙ্গে কী কী হয়েছে। অনুষ্কা, ছোটবেলার কোচ এবং পরিবার ছাড়া যে মানুষটা আমার সঙ্গে যোগাযোগ রেখেছিল, তার নাম ধোনি।’’

Latest article