দুবাই, ৪ নভেম্বর : জিততে হবে। কিন্তু জিতেও চারের দরজা খুলবে কিনা কেউ জানে না। আফগানিস্তানকে অনায়াসে হারিয়েও এমন অস্বস্তির মধ্যে বিরাট কোহলিরা। এরমধ্যে রোহিত শর্মা বলে দিলেন, তাঁদের মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচে কিছু গেমপ্ল্যান কার্যকর হয়নি। তবে এটাও ঠিক যে, দুটো বাজে ম্যাচ খেলা মানে তাঁরা খারাপ দল হয়ে যাননি।
আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে প্রথম পয়েন্টের মুখ দেখেছে ভারত। শুক্রবার বিরাটদের সামনে স্কটল্যান্ড। আপাতত এই ম্যাচকেই পাখির চোখ করছে ভারত। যে ম্যাচে বিরাটরা পরিষ্কার ফেভারিট। স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজার আবার এই ম্যাচকে তাঁদের কোচিং ক্লাস হিসাবে দেখছেন। তিনি বলেছেন, এই ম্যাচে যতটা সম্ভব শিখে নিতে হবে তাঁদের। বিরাট-রোহিতের থেকে যতটা সম্ভব শিখে নিতে হবে তাঁর ছেলেদের। কোয়েটজারের কথায়, ‘‘ওরা হলেন ক্রিকেটের অ্যাম্বাসাডার। আমরা চাই কোহলি, উইলিয়ামসন, রশিদ খানের কথা শুনতে। এটাই শেখার সেরা সুযোগ“।
আরও পড়ুন-জ্বালানীর শুল্ক কমানো নিয়ে কেন্দ্রকে কটাক্ষ কুণালের
অঙ্কের হিসাবে ভারতের সামনে এখনও শেষচারে যাওয়ার সুযোগ আছে। কিন্তু নিউজিল্যান্ড যদি তাদের বাকি দুই ম্যাচ জিতে যায়, তাহলে বিরাটদের সব আশা শেষ। এই পরিস্থিতিতে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ। রশিদরা অঘটন ঘটিয়ে দিলে ভারতের লাভ। রোহিত আগেরদিন আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলার পর বলেছেন, ‘‘আমাদের এখন এত ম্যাচ খেলতে হচ্ছে যে মাঝ মাঝে জীবন খুব কঠিন হয়ে যাচ্ছে। সেইজন্য মানসিকভাবে তরতাজা থাকতে হবে। অনেক সময় আমাদের নেওয়া সিদ্ধান্ত ঠিক হয় না। কিন্তু অনেক ম্যাচ খেললে এটা হয়। কিন্তু বিশ্বকাপের মতো টুর্নামেন্টে খেললে ফোকাস ঠিক রাখতে হয়। যা আমরা প্রথম দুটি ম্যাচে পারিনি। কিন্তু একটা-দুটো ম্যাচে খারাপ করা মানে সব প্লেয়ার খারাপ হয়ে যায় না। দলটাও খারাপ হয়ে যায় না।”
রোহিত মেনে নিয়েছেন, তাঁদের সামনে রাস্তা এখন বেশ কঠিন। ‘‘আমাদের সবকিছু এখন নির্ভর করছে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের উপর। কিন্তু আমাদের যেটা করতে হবে, সেটা হল বাকি দুই ম্যাচ জিততে হবে। এখন তাই সেদিকেই ফোকাস রাখছি।” বলেছেন ভাবি টি-২০ অধিনায়ক।
আরও পড়ুন-দীপাবলী ও কালীপুজোয় রাজ্যবাসীকে শুভেচ্ছা অভিষেকের
এদিকে, বিরাট কোহলির সঙ্গে টস করতে যাওয়া কোয়েটজারের কাছে বিশাল এক ঘটনা হতে যাচ্ছে। তাঁর কথায়, ‘‘বিরাটের পাশে দাঁড়ানো শুধু আমি কেন অনেকের জন্যই বড় ঘটনা। ও একজন আইডল। উইলিয়ামসনের সঙ্গে কথা বলার সুযোগ পেলেও বিরাটের সঙ্গে সেটা হয়নি। জানি এটা আমাদের জন্য কঠিন ম্যাচ, তবু আমরা আপ্রাণ লড়ার চেষ্টা করব।”
স্কটল্যান্ড ম্যাচে একই দল নিয়ে নামার সম্ভাবনা বিরাটদের। আগের ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন ভাল বল করার পর স্কটল্যান্ড ম্যাচেও তিনি সম্ভবত দলে থাকছেন। ব্যাটিংয়ে সূর্যকুমার যাদব দলে ফিরলেও আফগানিস্তান ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। নামেননি বিরাটও। রানরেট আরও ভাল করার তাগিদে এই ম্যাচেও ব্যাটিং অর্ডার ওলট-পালট হতে পারে।