জ্ঞানবাপী হস্তান্তরের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

এবিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ব হিন্দু পরিষদের দাবি, এএসআই যেসব প্রমাণ খুঁজে পেয়েছে, তাতে এটা স্পষ্ট যে এটি আসলে হিন্দু মন্দির।

Must read

প্রতিবেদন : জ্ঞানবাপী মসজিদের ‘বৈজ্ঞানিক সমীক্ষা’র রিপোর্ট ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের (আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া) রিপোর্ট অনুযায়ী, বারাণসীর জ্ঞানবাপী মসজিদের ভিতর হিন্দু দেবদেবীর মূর্তির অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে। আর এই রিপোর্টকে সামনে রেখেই এবার মুসলিমপক্ষের কাছে জ্ঞানবাপী হস্তান্তরের দাবি জানাল বিশ্ব হিন্দু পরিষদ।

আরও পড়ুন-জঞ্জাল ডাস্টবিনে গিয়েছে: নীতীশকে খোঁচা লালুকন্যার

এবিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ব হিন্দু পরিষদের দাবি, এএসআই যেসব প্রমাণ খুঁজে পেয়েছে, তাতে এটা স্পষ্ট যে এটি আসলে হিন্দু মন্দির। হিন্দু ধর্মাবলম্বীরাই এখানে আরাধনা করতেন। ভিএইচপির কার্যকরী সভাপতি অলোক কুমারের দাবি, ১৯৯১ সালের ধর্মীয় উপাসনাস্থল রক্ষা আইন অনুযায়ী এই স্থানকে এখন হিন্দু মন্দির বলে ঘোষণা করা উচিত। এমনকী ইন্তেজামিয়া কমিটিকে ভিএইচপির তরফে আরও বলা হয়েছে, ‘সত্যি’টা মেনে নিয়ে তারা যেন সম্মানের সঙ্গে জ্ঞানবাপীর দায়িত্ব কাশী বিশ্বনাথ কর্তৃপক্ষকে দিয়ে দেয়। পরিবর্তে অন্য স্থানে মসজিদ বানানোর পরিকল্পনা করে। ভিএইচপির আরও দাবি, শান্তিপূর্ণভাবে জ্ঞানবাপী হিন্দুদের হস্তান্তর করলে তা ভারতের সম্প্রীতির ক্ষেত্রে নজির হয়ে থাকবে। সেখানে শিবলিঙ্গ পুজোর অনুমতিও চাওয়া হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের এই বক্তব্য লোকসভা ভোটের আগে গেরুয়া শিবিরের পক্ষে মেরুকরণের হাওয়া তৈরির চেষ্টা বলে মনে করছে রাজনৈতিক মহল।

Latest article