সৌমালি বন্দ্যোপাধ্যায়: সালকিয়া দুর্গোৎসব বারোয়ারিতলার লক্ষ্মীর ভাণ্ডারের মণ্ডপে এলেই এবার লক্ষ্মীলাভের সুযোগ। বাংলার অন্যতম প্রাচীন বারোয়ারি পুজোর অন্যতম এই পুজোর এবছর ১৫০ তম বর্ষপূর্তি। সেই উদ্দেশ্যেই এবার এখানকার পুজো উদ্যোক্তারা প্রতিদিন লটারির মাধ্যমে ১০ জন করে দর্শনার্থীদের ৫০০ টাকা করে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছেন।
আরও পড়ুন-চাকরি নিয়ে কঠোর নবান্ন, উৎকর্ষ বাংলায় নিয়োগ ১০৭
পঞ্চমী থেকে নবমী পর্যন্ত এই সুযোগ থাকছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের আদলে তৈরি হয়েছে এখানকার মণ্ডপ। এই মণ্ডপে এসে দর্শনার্থীরা নাম, ফোন নাম্বার লিখে জমা দিলেই আধ ঘণ্টার অন্তর তা থেকে লটারির মাধ্যমে একজনকে বেছে নিয়ে নগদ ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে। প্রতিদিন এইরকম ১০ জনকে পুরস্কৃত করবেন পুজো উদ্যোক্তারা। এখানকার সাবেকি দুর্গাদালানের পাশে বাঁশের সেতুর মাঝখানে লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে তৈরি হয়েছে ওই মণ্ডপ। এখানকার পুজো কমিটির সভাপতি শমিতকুমার ঘোষ বলেন, ‘এ-বছর আমাদের পুজোর থিম বাংলার মা-বোনেদের জন্য চালু করা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। আমাদের পুজোয় দেড়শো বছর ধরেই পুরোহিত থেকে প্রতিমা শিল্পী, ঢাকি সবাই বংশ-পরম্পরায় যুক্ত রয়েছেন। বুধবার তৃতীয়ার দিন পুজোর উদ্বোধন করবেন সমবায়মন্ত্রী অরূপ রায়। উপস্থিত থাকবেন এলাকার বিধায়ক গৌতম চৌধুরি, তৃণমূলের হাওড়া সদরের সভাপতি ও বিধায়ক কল্যাণ ঘোষ-সহ আরও অনেকে।’