উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে বিশ্বভারতী

গত ১৫ মার্চ বিশ্বভারতী তাঁকে নোটিশ পাঠিয়ে উচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছে। ১৩ ডেসিমেল জমির দখল নিতে তৎপর তারা। নোবেলজয়ী বিদেশে

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে বিশ্বভারতী। তাই, অমর্ত্য সেনের অনুপস্থিতিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ প্রতীচী বাড়ি ও সংলগ্ন বসত জমি যাতে দখলে নিতে না পারে, তার জন্য বোলপুর মহকুমা শাসকের আদালতে মামলা দায়ের করলেন নোবেলজয়ীর প্রতিনিধি। আবেদন পেয়েই তৎক্ষণাৎ পুলিশকে ‘শান্তিরক্ষার’ নির্দেশ দিলেন মহকুমাশাসক। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শান্তিনিকেতন থানার ওসিকে অমর্ত্যর বাড়ির চত্বরে শান্তি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, এই সংক্রান্ত রিপোর্ট বোলপুর মহকুমা ম্যাজিস্ট্রেটকে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন-নিয়োগ মামলার প্রক্রিয়াগত ত্রুটিতে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট

গত ১৫ মার্চ বিশ্বভারতী তাঁকে নোটিশ পাঠিয়ে উচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছে। ১৩ ডেসিমেল জমির দখল নিতে তৎপর তারা। নোবেলজয়ী বিদেশে। তাই দু’দফায় চিঠি দিয়ে তিন মাস সময় চান অমর্ত্যর আইনজীবী। বিশ্বভারতী সময় দিতে নারাজ। তাদের সময়সীমা শেষ হচ্ছে ১৩ এপ্রিল। এই অবস্থায় উচ্ছেদের আশঙ্কা থেকেই আদালতের দ্বারস্থ হন অমর্ত্যর প্রতিনিধি। জানালেন উপাচার্যের প্রতিহিংসামূলক উচ্ছেদ প্রক্রিয়া ঠেকাতেই এই আইনি পদক্ষেপ।

Latest article