সংবাদদাতা, শান্তিনিকেতন : বিশ্বভারতী ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে অপবাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন তোলায় দর্শন ও তুলনামূলক ধর্ম বিভাগের অধ্যাপক কৌশিক ভট্টাচার্য এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে কারণ দর্শানোর নোটিশ দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ।
আরও পড়ুন-পেঁয়াজচাষে সাফল্য বাঁকুড়ার, পাশে প্রশাসন
চলতি বছরের ১৭ অগাস্ট পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক-সহ অন্যান্য দফতরে চিঠি দেন বিশিষ্ট ব্যক্তিরা। সেখানে অভিযোগ করা হয়, বিশ্বভারতী অধ্যাপক ও পেনশনভোগীদের মেডিক্যাল ডিএ ও টিএ বিল বন্ধ করে দিয়েছে। পাশাপাশি, দুশো কিমির বাইরে কোনও সুপার স্পেশালিটিতে চিকিৎসা করাতে পারবে না। ৬০ কিমির বাইরে গেলে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স পরিষেবাও পাবে না।
এ-ছাড়াও উপাচার্য পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালকে পিপিপি মডেলে করে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল কার্ড ব্যবহারের মাধ্যমে কর্পোরেট সংস্থার লুণ্ঠনের জায়গা করে দিতে চাইছেন, এই প্রশ্নও ওঠে। এই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে বিশ্বভারতীর কর্মসচিব এই দুই অধ্যাপককে তিনদিনের মধ্যে জবাব দিতে বলেছেন। কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, জানতে চেয়েছেন।