সংবাদদাতা, শান্তিনিকেতন : কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও জোর ধাক্কা খেলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। জরিমানা দিতে হবে এক লক্ষ টাকা, বিচারপতি সুব্রত তালুকদার ও সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চেও আগের নির্দেশ বহাল। ২০২১-এ সহকারী সমাজকর্ম বিভাগের অধ্যাপিকা সুদেষ্ণা সাহাকে দুই যমজ বাচ্চা প্রতিপালনের জন্য ৩ জানুয়ারি থেকে ১৪ মে চাইল্ড কেয়ার লিভ মঞ্জুর করেছিলেন বিভাগীয় প্রধান অধ্যাপক দেবতোষ সিংহ। তাই তাঁকে শোকজ করেন ও পরে চার্জশিট দেন উপাচার্য। তার জেরে দেবতোষ মামলা করেন। উপাচার্যকে মাস দুয়েক আগেই জরিমানা করেছিল হাইকোর্ট। এক লক্ষ টাকা। বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছিলেন, জরিমানার অর্থ জমা দিতে হবে বিশ্বভারতীর উপাচার্যকেই।
আরও পড়ুন-স্টেফির সঙ্গে নাম জড়ানোয় গর্বিত : জকো
মামলাকারী দেবতোষ সিংহ বিশ্বভারতীরই অধ্যাপক। তাঁর দাবি ছিল, এক সহকারী অধ্যাপকের সন্তানকে দেখাশোনার জন্য ছুটির আবেদন মঞ্জুর করেন তিনি। এমনকী, ২০২১-এ সেই সিদ্ধান্ত অনুমোদন করে বিশ্বভারতী কর্তৃপক্ষও। কিন্তু এক বছর পর মামলাকারীকে কারণ দর্শানোর নির্দেশ দেন। তা নিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন দেবতোষ। বিচারপতি কৌশিক চন্দ বিশ্ববিদ্যালয়কে এক লক্ষ টাকা জরিমানা করে এবং আবেদনকারীকে এক মাসের মধ্যে তা মিটিয়ে দিতে নির্দেশ দেন। বিশ্বভারতী এরপর ডিভিশন বেঞ্চে আপিল করে। সোমবার শুনানিতে আদালত সিঙ্গল বেঞ্চের নির্দেশকেই বহাল রাখল।