ভোট দিলেন শতোর্ধ্ব কুমুদিনি

বয়সজনিত কারণে বুথে গিয়ে ভোট দেওয়ার শারীরিক শক্তি নেই। তাই হোম ভোটিং-এ নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বৃদ্ধা কুমুদিনী বর্মন।

Must read

সংবাদদাতা, কোচবিহার : বয়স তার ১১৪। বয়সজনিত কারণে বুথে গিয়ে ভোট দেওয়ার শারীরিক শক্তি নেই। তাই হোম ভোটিং-এ নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বৃদ্ধা কুমুদিনী বর্মন। মাথাভাঙ্গার খলিসামারি গ্রামের বাসিন্দা তিনি। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যপুলিশের নিরাপত্তায় তাঁর বাড়িতে গিয়ে ভোটগ্রহণ করেছেন ভোটকর্মীরা। কুমুদিনী বর্মন জানান, বয়সজনিত কারণে চোখে ভাল দেখতে পারেন না।

আরও পড়ুন-উচ্চমাধ্যমিকে নতুন ৩ বিষয়, শিক্ষকদের অনলাইনে প্রশিক্ষণ দেবে সংসদ

কোচবিহারের জেলাশাসক অরবিন্দকুমার মিনা জানিয়েছেন, ৮৫ বছরের বেশি বয়সের যে প্রবীণ ভোটাররা বাড়িতে বসে ভোট দেবেন বলে আবেদন করেছিলেন তাদের জন্য হোম ভোটিং-এর ব্যবস্থা করা হয়েছে। ৯ এপ্রিল থেকে শুরু হওয়া এই হোম ভোটিং চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। প্রশাসন জানিয়েছে তিন হাজার ভোটারের তালিকা তৈরি হয়েছে। তারা নির্বাচন কমিশনের বিধি মেনে হোম ভোটিং-এ ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলা প্রশাসন জানিয়েছে হোম ভোটিং-এ ভোট কর্মীদের দলে থাকছেন মাইক্রো অবজারভার। জানা গেছে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয় তার পর্যালোচনায় কোচবিহারে আসবেন নির্বাচন কমিশনের পুলিশ অবজারভার৷ জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা আছে তাঁর৷

Latest article