প্রতিবেদন : শুরু হয়ে গেল ২০২৪ সালের লোকসভা নির্বাচন। সোমবার থেকে জলপাইগুড়িতে শুরু হল প্রবীণ ও বিশেষভাবে সক্ষমদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ। ১২ শুক্রবার পর্যন্ত জেলায় চলবে এই বিশেষ ভোটগ্রহণ পর্ব। জেলায় এদিন ৩৮০০ জন ভোটার ভোট দেন। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ফাড়াবাড়ি আদর্শপল্লি গ্রামে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ভোট গ্রহণে যান কর্মীরা।
আরও পড়ুন-প্রকাশের প্রচারে দেব, আছড়ে পড়ল জনস্রোত
প্রথমেই চৈতি বর্মন নামে ৯৬ বছর বয়সি এক মহিলার ভোট গ্রহণ করা হয়। সঙ্গে এলাকার আরও বেশ কিছু বয়স্ক মহিলা ও পুরুষের বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হয়। পাশাপাশি আজ মঙ্গলবার থেকে কোচবিহারে শুরু হবে হোম ভোটিং। ১৪ এপ্রিল পর্যন্ত এই হোম ভোটিং হবে। ইতিমধ্যে বুথ লেবেল অফিসার চিহ্নিত হওয়া বাড়ির পরিবারের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে৷ কোচবিহার লোকসভা কেন্দ্রে তিনহাজার প্রবীণ ভোটার আবেদন করেছেন হোম ভোটিং-এর জন্য। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে প্রায় শতাধিক ভোটকর্মীদের দল বাড়ি বাড়ি যাবেন ভোট সংগ্রহ করতে। ভোটকর্মীদের প্রতিটি দলে প্রিসাইডিং অফিসার-সহ মাইক্রো অবজারভার দায়িত্বে থাকবেন। কোচবিহারের জেলাশাসক জানিয়েছেন যারা হোম ভোটিং-এর জন্য আবেদন জানিয়েছিলেন তাঁদের বাড়ি গিয়ে ভোট গ্রহণ হবে নির্বাচন কমিশনের সব নিয়ম মেনে৷