প্রতিবেদন: শুক্রবার নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক হিংসা ছড়িয়েছিল মণিপুরে। পুলিশ এবং প্রশাসনের অপদার্থতার সুযোগে ভোটকেন্দ্রের সামনে নির্বিচারে গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা। ভোটার এবং এজেন্টদের ভয় দেখিয়ে বুথ থেকে বের করে দেওয়া, ইভিএম ভাঙচুর, ভোটলুঠ— কিছুই বাদ যায়নি বিজেপির মদতে। এরই প্রেক্ষিতে রবিবার ১১টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই অনুযায়ী সোমবার কড়া নিরাপত্তার মধ্যে মণিপুর লোকসভা কেন্দ্রের ১১টি ভোটকেন্দ্রে আবার ভোট হল। সকাল থেকেই এই পুনর্নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আরও পড়ুন-ক্যান্ডিডেটস দাবায় গুকেশের কিস্তিমাত, কনিষ্ঠতম চ্যাম্পিয়ন, উচ্ছ্বসিত আনন্দ
শুধু মণিপুর নয়, সোমবার কমিশন পুনর্নির্বাচনের আদেশ দিয়েছে অরুণাচল প্রদেশের আটটি বুথেও। বুধবার ওই বুথগুলিতে ফের ভোটগ্রহণ করা হবে। অরুণাচলের মুখ্য নির্বাচনী আধিকারিক লিকেন কোয়ু সোমবার জানিয়েছেন, শুক্রবার নির্বাচনে অনিয়ম, হিংসা এবং ইভিএম-বিভ্রাটের কারণেই আবার ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব কামেং জেলার বামেং বিধানসভা কেন্দ্রের সারিও, নিয়াপিন বিধানসভা কেন্দ্রের লংটে লথ, ডিংসের, বগিয়া সিয়ুম, জিম্বারি, নাচো বিধানসভা কেন্দ্রের লেঙ্গি এবং রামগং বিধানসভা কেন্দ্রের বোগনে এবং মোলোম বুথেও আবার ভোট নেওয়া হবে। সকাল ৬টে থেকে দুপুর ২টো পর্যন্ত। এদিকে মণিপুরে সোমবার সকাল ৭টা থেকে সোমবার পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। খুরাই নির্বাচনী এলাকার মইরাংকাম্পু সাজেব এবং থংগাম লেইকাইয়ে, ক্ষেত্রিগাও নির্বাচনী এলাকার বামন কাম্পু ও ইরিলবুং-এ দুটি করে এবং ইম্ফল পূর্ব জেলার থংজুতে খংমান জোন ভি-এ, উরিপোক নির্বাচনী এলাকার ইরোইশেম্বা এলাকায় তিনটি এবং কোন্থৌজামের খাইদেম মাখায় নতুন ভোট নেওয়া হয়। ইম্ফল পশ্চিম জেলায় গুলি চালানো, ভয়ভীতি, কিছু ভোট কেন্দ্রে ইভিএম নষ্ট করার ঘটনা ঘটেছিল। সোমবার কিন্তু গণ্ডগোলের কোনও খবর মেলেনি।