প্রাণে বাঁচতে পায়ে হেঁটেই

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : যুদ্ধ থেকে প্রাণ বাঁচাতে টানা ৮ কিলোমিটার পায়ে হেঁটে ইউক্রেন (Ukraine) -পোল্যান্ড সীমান্তে পৌঁছলেন ৪০ জন ভারতীয় পড়ুয়া।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। আকাশপথে রুশ যুদ্ধবিমানের গোলাবর্ষণ। রাশিয়ার মাটি থেকে ইউক্রেনের (Ukraine) দিকে উড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে রকেট। ইউক্রেন দখল এখন কার্যত সময়ের অপেক্ষা। রাজধানী কিয়েভের খুব কাছেই চলে এসেছে রাশিয়ার সেনা। বন্ধ করে দেওয়া হয়েছে ইউক্রেনের আকাশসীমা। ফলে কয়েক হাজার ভারতীয় পড়ুয়া সেদেশে আটকে। এই পরিস্থিতিতে পোল্যান্ডের সীমান্ত থেকে ৭০ কিলোমিটার দূরে লভিভের একটি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা পায়ে হেঁটে সীমান্তে পৌঁছেছেন। দেশে ফেরার তাগিদে দীর্ঘ পথ হেঁটে ফেরা ছাত্রদের একজনের শেয়ার করা ভিডিওতে ধরা পড়েছে এই ছবি। এদিকে শুক্রবার ইউক্রেনে আটকে যাওয়া ভারতীয় পড়ুয়াদের জন্য বিশেষ হেল্পলাইন চালু করলেন লোকসভার স্পিকার। এখনও পর্যন্ত ১ হাজার জন পড়ুয়া যোগাযোগ করেছেন বলে জানানো হয়েছে।

Latest article