নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি : বিরল মাইলস্টোনের মুখে দাঁড়িয়েও নির্লিপ্ত চেতেশ্বর পূজারা। শুক্রবার কোটলার ২২ গজে পা রাখার সঙ্গে সঙ্গেই ১০০ টেস্ট ম্যাচ খেলার বৃত্তটা সম্পূর্ণ করে ফেলবেন সৌরাষ্ট্রের ডানহাতি। তবে ব্যক্তিগত অর্জন নয়, চিরকালীন টিমম্যান পূজারার মুখে দলের কথা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মলনে এসে তিনি জানিয়ে দিলেন, ভারতের জার্সিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাই তাঁর লক্ষ্য। স্বপ্ন দেখছেন ট্রফিটা মুঠোয় নেওয়ার।
আরও পড়ুন-দীপ্তি ও রিচাতে মজে হরমন
পূজারার বক্তব্য, ‘‘দেশের হয়ে ১০০ টেস্ট ম্যাচ খেলা অবশ্যই গর্বের ব্যাপার। এই দীর্ঘ সফরে অনেক ওঠা-পড়ার সাক্ষী থেকেছি। আমার এই কৃতিত্বের পিছনে বাবা ও পরিবারের বড় ভূমিকা রয়েছে। তাই ওঁদের কাছে আমি কৃতজ্ঞ।’’ এদিকে, টানা দ্বিতীবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। আগেরবার ফাইনালে উঠেও নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল। পূজারা বলছেন, ‘‘আরও একবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলাটাই লক্ষ্য। স্বপ্ন দেখছি দেশের হয়ে ওই ট্রফিটা জেতার। আগামী দুটো টেস্ট জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করতে চাই।’’
আরও পড়ুন-বিজেপি রাজ্য বলেই নিষ্ক্রিয় কেন্দ্রীয় বাহিনী
মাইলস্টোনের মুখে দাঁড়িয়ে থাকা সতীর্থকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। বোর্ডের পোস্ট করা এক ভিডিওতে বিরাট বলেন, ‘‘১০০ টেস্ট খেলতে চলেছে পুজি। ওকে অভিনন্দন। ওর এই সফরটা অসাধারণ। কঠোর পরিশ্রমের ফসল।’’ রোহিত বলেন, ‘‘পুজি জন্য আমরা সবাই গর্বিত। ভারতীয় ক্রিকেটে ওর অবদান ভোলার নয়।’’ কে এল রাহুল বলেন, ‘‘১০০ টেস্টের জন্য আগাম অভিনন্দন। এটা একটা বিরাট কৃতিত্ব।’’