চেয়েছিলাম কাপ হাতে নিক দ্রাবিড়

দীর্ঘদিনের জাতীয় ও রাজ্য দলের সতীর্থ তথা বন্ধু রাহুল দ্রাবিড়ের হাতে বিশ্বকাপ ট্রফিটা দেখতে চেয়েছিলেন অনিল কুম্বলে।

Must read

নয়াদিল্লি, ২০ নভেম্বর : দীর্ঘদিনের জাতীয় ও রাজ্য দলের সতীর্থ তথা বন্ধু রাহুল দ্রাবিড়ের হাতে বিশ্বকাপ ট্রফিটা দেখতে চেয়েছিলেন অনিল কুম্বলে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে কাশীর আদলে হতে চলেছে দেব দীপাবলি উৎসব

২০০৭ সালে অধিনায়ক হিসাবে বিশ্বকাপ জিততে পারেননি দ্রাবিড়। এবার কোচ হিসাবেও পারলেন না। কুম্বলে বলছেন, ‘‘আন্তরিকভাবে চেয়েছিলাম, দ্রাবিড়ের হাতে কাপ দেখতে। ও এই দলটার পিছনে প্রচুর পরিশ্রম করেছে। কারণ ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব সামলানো মোটেই সহজ কাজ নয়। আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে। কারণ প্রচারের আলো সব সময় আপনার উপর থাকবে। আমি জানি না, ও ভারতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব চালিয়ে যাবে কিনা। পুরোটাই নির্ভর করছে দ্রাবিড় নিজে কী ভাবছে, তার উপর।’’

আরও পড়ুন-বিকৃত মানসিকতা, কবর থেকে শিশুর দেহ তুলে যৌন হেনস্থা যোগীরাজ্যে

একই সঙ্গে কুম্বলে আরও জানিয়েছেন, ফাইনালে নতুন বলে মহম্মদ সিরাজকে বল না করিয়ে ভুল করেছে ভারতীয় দল। তিনি বলেন, ‘‘পুরনো বলের থেকে নতুন বলেই সিরাজ বেশি ভয়ঙ্কর। এবারের বিশ্বকাপে আগের সব ম্যাচে বুমরার সঙ্গে ও নতুন বল ভাগ করেছিল। তাই ফাইনালেও ওকে নতুন বল দেওয়া উচিত ছিল বলে ব্যক্তিগতভাবে মনে করি।’’

Latest article