সিডনি, ২৩ নভেম্বর : বিশ্বকাপ ফাইনালের আগের রাতে আলোচনায় বসেছিলেন তাঁরা। আলোচনার বিষয় ছিল এটাই যে, টসে জিতলে কী করবেন?
আমেদাবাদের ফাইনাল দিন পাঁচেক আগের ঘটনা। কিন্তু কাপের রেশ এখনও যায়নি। ডেভিড ওয়ার্নার সেই ফাইনাল নিয়ে বলতে গিয়ে সাফ বলেছেন, সমস্ত পরিসংখ্যান বলছিল আগে ব্যাট করে নিতে। কিন্তু দলের সদস্যরা বেশিরভাগই রান তাড়া করায় মত দিয়েছিলেন।
আরও পড়ুন-শ্রীসন্থের বিরুদ্ধে ১৮.৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ
প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে এটা নিয়ে কথা বলেছিলেন ওয়ার্নারের সঙ্গে। সেখানে বাঁহাতি ওপেনার আরও জানিয়েছেন, তাঁরা ফাইনালে আগে বল করে পরিস্থিতি বুঝে নিতে চেয়েছিলেন। যাতে রান তাড়া করতে সুবিধা হয়। ওয়ার্নার বলেছেন, এটা বুঝতে পেরেছিলাম যে আমরা যদি কন্ডিশন বুঝে ভাল বল করতে পারি, তাহলে ভাল রান তাড়াও করতে পারব। এই প্রসঙ্গে অজি অধিনায়ক প্যাট কামিন্সের খুব প্রশংসা করেছেন বাঁহাতি ওপেনার। ওয়ার্নারের কথায়, পুরো টুর্নামেন্টে মাথা ঠাণ্ডা রেখেছিল কামিন্স। ইংল্যান্ডে অ্যাসেজের সময় কামিন্সের ফিল্ডিং প্লেসমেন্ট নিয়ে সমালোচনা হয়েছিল। ওকে ডিফেন্সিভ ক্যাপ্টেন বল হয়েছিল। কিন্তু দলের অধিনায়ক হিসাবে কামিন্স মাথা ঠাণ্ডা রেখেছে। এই সমালোচনা ওর প্রাপ্য ছিল না। বলেছেন অজি ওপেনার।
আরও পড়ুন-আবার ক্রিকেট! তোপ লাবুশেনের
ওয়ার্নার এরপর যোগ করেছেন, এভাবে কারও সমালোচনা করা ঠিক নয়। কামিন্স গোটা দলকে দারুণ নেতৃত্ব দিয়েছে। আর আমরা সবাই জানি কার কী দায়িত্ব।