প্রতিবেদন: আবহাওয়ার খামখেয়ালিপনায় প্রতি মুহূর্তেই পাল্টে যাচ্ছে ইতিহাস। দশ বছরে এই প্রথম উষ্ণতম বড়দিন দেখল শহর তথা রাজ্য। পশ্চিমি ঝঞ্ঝা এবং নিম্নচাপের দাপটে ২৫ ডিসেম্বর শহর থেকে উধাও শীত। ২০১৫ সালের ২৫ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। সেই বছরের রেকর্ড ভাঙল ২০২৪ সালে। এবার ২৫ ডিসেম্বর তাপমাত্রা পৌঁছল ১৮.২ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার উত্তর–পশ্চিম ভারতে ঢুকতে পারে আরও একটি ঝঞ্ঝা। এর ফলে আগামী অন্তত তিনদিন এরকমই থাকবে তাপমাত্রা। ভোরের দিকে থাকবে হালকা কুয়াশা। বলা যায়, মেঘলা আকাশ ঝিরঝিরে বৃষ্টি বদলে দিয়েছে ডিসেম্বরের শীতের চরিত্র। দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য অঞ্চলের উঁচু জায়গায় বৃষ্টি হবে সপ্তাহ শেষে। এছাড়াও কলকাতা-সহ দক্ষিণের বেশিরভাগ জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে সপ্তাহ শেষে। এর সঙ্গে দোসর হয়ে দাঁড়িয়েছে পশ্চিমি ঝঞ্ঝা। এই দুই-এর প্রভাবে বড়দিনে স্বাভাবিক শীতের দেখা নেই। তবে বছর শেষে নিম্নমুখী হতে পারে পারদ। ফিরবে শীতের আমেজ।