ইংল্যান্ডের কোচ হতে চান ওয়ার্ন

চিরপ্রতিদ্বন্দ্বী দেশ থেকে আগেও কোচ নিয়োগ করেছে ইসিবি। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইংল্যান্ডের কোচ ছিলেন অস্ট্রেলিয়ার ট্রেভর বেলিস।

Must read

লন্ডন, ২৬ ফেব্রুয়ারি : অ্যাসেজে বিপর্যয়ের পর যখন একরকম পালাবদলের মধ্যে দিয়ে যাচ্ছে ইংলিশ ক্রিকেট, ঠিক তখনই জো রুটদের কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন শ্যেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার এর আগে আইপিএল এবং দ্য হান্ড্রেড টুর্নামেন্টে কোচিং করিয়ে সফল হয়েছেন।

আরও পড়ুন-জেতা-হারায় দলের পরিবর্তন ঠিক হয় না, দাবি রোহিতের

স্কাই স্পোর্টস পডকাস্টে নিজের আগ্রহের কথা জানিয়ে ওয়ার্ন বলেছেন, ‘‘ইংল্যান্ডের কোচ হতে চাই আমি। এখনই ওদের কোচ হওয়ার আদর্শ সময়। আমার মনে হয়, আমি বেশ ভাল কাজই করব, ওদের নিয়ে অনেক কাজ করার আছে। ইংল্যান্ডে অনেক ভাল খেলোয়াড় আছে, দলটার গভীরতা অনেক। কিন্তু কিছু মৌলিক বিষয় ঠিক করতে হবে। যেমন বেশি নো-বল করা যাবে না। অতিরিক্ত ক্যাচ মিস করা যাবে না। দলটায় সঠিক মানের খেলোয়াড় আছে কিন্তু সমস্যা হল, তারা ঠিকঠাক পারফর্ম করতে পারছে না।’’

আরও পড়ুন-টেস্টে বিরাট বরং তিনে খেলুক : সানি

চিরপ্রতিদ্বন্দ্বী দেশ থেকে আগেও কোচ নিয়োগ করেছে ইসিবি। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইংল্যান্ডের কোচ ছিলেন অস্ট্রেলিয়ার ট্রেভর বেলিস। ইংল্যান্ডকে বহু আকাঙ্ক্ষিত ওয়ান ডে বিশ্বকাপের খেতাব এনে দিয়েছেন তিনি।

Latest article