মেলবোর্ন, ২৫ জুলাই : ক্রিকেট দুনিয়াকে স্তব্ধ করে চলতি বছরের মার্চে প্রয়াত হয়েছিলেন শ্যেন ওয়ার্ন। থাইল্যান্ডের কো সামুইতে নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ছুটি কাটাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অস্ট্রেলীয় কিংবদন্তি। তাঁর মৃত্যুর চার মাস কাটতে না কাটতেই সাধের সেই অ্যাপার্টমেন্ট বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিল ওয়ার্নের পরিবার।
আরও পড়ুন-জোড়া পঞ্চাশেও শ্রেয়স হতাশ সেঞ্চুরি না পেয়ে, প্লেয়ারদের টেনশন না থাকলেও চিন্তায় ছিলেন দ্রাবিড়
ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫ কোটি টাকা দিয়ে এই বিলাসবহুল ভিলা কিনেছিলেন ওয়ার্ন। শোনা যাচ্ছে, তার থেকে আরও বেশি অর্থ দিয়ে এই অ্যাপার্টমেন্ট কিনতে এগিয়ে এসেছেন এক ক্রেতা। ওয়ার্নের মৃত্যুর পর, তাঁর যাবতীয় স্থাবর এবং অস্থাবর সম্পত্তির আইনত মালিক তিন সন্তান সামার, জ্যাকসন ও ব্রুক এবং প্রাক্তন স্ত্রী তথা সন্তানদের মা সিমোনে কালাহান। তাঁরাই থাইল্যান্ডের এই অ্যাপার্টমেন্ট বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই বিক্রির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হবে।
আরও পড়ুন-চারজনের ফাঁসি
প্রসঙ্গত, বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ওয়ার্ন খুব শখ করেই থাইল্যান্ডের এই ভিলা কিনেছিলেন। নিজের মনের মতো করে গোটা অ্যাপার্টমেন্ট সাজাতে ঢালাও খরচ করেছিলেন তিনি। স্পা থেকে শুরু করে লন্ড্রি, ক্যাটারিং, মিনি সিনেমা হল, বিরাট বার, গাড়ি ধোয়ার প্ল্যান্ট— সবই রয়েছে এই অ্যাপার্টমেন্টে। সংবাদমাধ্যমের খবর, যে ক্রেতা এই ভিলা কিনছেন, তিনি বাণিজ্যিকভাবে তা ব্যবহার করবেন।