প্রতিবেদন : ‘আজাদ কাশ্মীর’ বিতর্কে এবার কড়া ব্যবস্থা নিল পর্ষদ। যে সমস্ত স্কুলের প্রশ্নপত্রে ‘আজাদ কাশ্মীর’ শব্দবন্ধের উল্লেখ রয়েছে, এবার সেই সমস্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিতর্কে মোট ৯ জন শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হচ্ছে। ওই ৯ জনকেই সতর্কতামূলক চিঠি দিয়েছে পর্ষদ। এর মধ্যে, মাধ্যমিকের ইতিহাস শিক্ষকদের নিয়ে যে বিশেষজ্ঞ কমিটি রয়েছে, তাঁদের ছ’জনকেও পর্ষদ চিঠি দিয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-ঝুপড়িতে বিধ্বংসী আগুনে মৃত্যু বাবা ও মেয়ের
মালদহের স্কুলটির পাশাপাশি আরও দুটো স্কুলের প্রশ্নে ধরা পড়েছিল আজাদ কাশ্মীরের উল্লেখ। ওই দুই স্কুলের সংশ্লিষ্ট শিক্ষকদেরও সতর্ক করে চিঠি দিয়েছে পর্ষদ। মালদহের স্কুলটির পাশাপাশি আরও দুটো স্কুলের প্রশ্নে ধরা পড়েছিল আজাদ কাশ্মীরের উল্লেখ। ওই দুই স্কুলের সংশ্লিষ্ট শিক্ষকদেরও সতর্ক করে চিঠি দিয়েছে পর্ষদ। পর্ষদের আইন অনুযায়ী, এই সতর্কবার্তামূলক চিঠির কথা উল্লেখ থাকবে শিক্ষকদের সার্ভিস বুকে। এর ফলে অবসরের পরে ওই শিক্ষক-শিক্ষিকারা যে সমস্ত সুযোগ-সুবিধা পেতেন, তাতে সমস্যা দেখা দিতে পারে। পর্ষদ জানিয়েছে, সমস্ত আইন মেনেই ওই শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে ওই পদক্ষেপ করেছে পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার সন্ধ্যায় এই নিয়ে পর্ষদের সঙ্গে আলোচনায় বসেন। এরপর এই কড়া শাস্তির কথা জানান হয়।