সংবাদদাতা, শান্তিনিকেতন : ‘মা কালী’, ‘এনআরসি’ কিংবা ‘একুশে বিজেপির পর্যুদস্ত হওয়া’-র মতো বিষয় বিশ্বভারতীতে লেকচার সিরিজে আলোচ্য হয়ে বিতর্কের ঝড় তুলেছে। এবার স্মারক বক্তৃতায় বক্তা হিসেবে আসার আগেই কলকাতায় অনুপম খের হুঙ্কার ছেড়ে বলেন, আমি গেলে কেউ আটকাতে পারবে না। আমি বিশ্বভারতী যাবই।
আরও পড়ুন-হাইকোর্টের নির্দেশে সহমত শিক্ষামন্ত্রীর
এদিন শান্তিনিকেতনে লিপিকা প্রেক্ষাগৃহে স্মারকবক্তৃতায় কী বললেন, তা প্রযুক্তিগত ত্রুটির কারণে আপলোড করা যায়নি বলে জানান বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়। লিঙ্ক দেওয়া হলেও, সেই লিঙ্কে ক্লিক করে শোনা যায়নি। পরে ইউটিউবে আপলোড হলে জানা যাবে কি না, তাও ধন্দে। জানা গিয়েছে, অনুপম ছাত্রদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আরও পড়ুন-যত অপপ্রচার, তত মাটি হারাবে বিরোধীরা
ছাত্র সোমনাথ সৌ বলেন, আমরা গুরুত্ব দিইনি অনুপম খেরকে। বিক্ষোভ দেখানো তো বহু দূরের বিষয়। ৪-৩৫ থেকে ৬-১৫ পর্যন্ত স্মারক বক্তৃতা দেওয়ার পর ৬-৩০-এ ভানুসিংহের পদাবলী নাটক দেখেন। ভারতের দুই অস্কারবিজয়ী টিমকে অভিনন্দন জানান অনুপম। বলেন, এটা অনুপ্রেরণা জোগাবে চিত্রনির্মাতাদের৷ রবি ঠাকুরের শয়নকক্ষ, কাজের জায়গা পরিদর্শন করে লিপিকাগৃহে যান।